×

খেলা

ঘরের মাঠে চেলসির হোঁচট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ০৩:২৭ পিএম

ঘরের মাঠে চেলসির হোঁচট
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল বার্নলি এফসির বিপক্ষে ড্র করে হোঁচট খেয়েছে চেলসি। ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পিছিয়ে থেকে সমতা তারপর ২-১ গোলে এগিয়ে থেকেও পয়েন্ট হারিয়েছে চেলসি। অক্টোবরে লিগের প্রথম পর্বে বার্নলির মাঠে ৪-০ গোলে জিতেছিল চেলসি। লিগে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য রইল বার্নলি। গত সপ্তাহে লিভারপুলের মাঠে ২-০ গোলে হেরেছিল মরিজিও সাররির শিষ্যরা। ম্যাচের ৮ মিনিটে বার্নলির আইরিশ মিডফিল্ডার জেফ হেনড্রিক গোল করে দলকে এগিয়ে দেন। গোল খাওয়ার পর ১২ ও ১৪ মিনিটে ২ গোল করে চেলসিকে এগিয়ে দেন দলের ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তে ও আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। ম্যাচের ২৪ মিনিটে ক্রিস উডের পাস থেকে বার্নলির ইংলিশ স্ট্রাইকার অ্যাশলি বার্নস (২-২) গোল করে সমতায় ফেরান দলকে। প্রতিপক্ষের উপর চাপ ধরে রেখে দ্বিতীয়ার্ধে আজার-কঁতেরা বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েও জয়সূচক গোলের দেখা পায়নি। আসরে সপ্তম ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ম্যাচ জিততে না পারায় পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার জন্য বেশ সমস্যায় পড়ে গেল চেলসি। পয়েন্ট তালিকায় ৪ নম্বরে থাকলেও তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই তিন দলের মধ্যে যে কোনো একটি দল যাবে চ্যাম্পিয়নস লিগে। সোমবার জিততে পারলে চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে যেত চেলসি। ৩৫ ম্যাচের ২০টি জেতা চেলসির পয়েন্ট ৬৭। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার। আর ১ পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে আছে আর্সেনাল। মূল্যবান এই ১ পয়েন্টে বার্নলির অবনমনের শঙ্কা অনেকটাই কেটে গেছে। ৪০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে তারা। রবিবার কার্ডিফ সিটির মাঠে ২-০ গোলে জেতা লিভারপুল ৩৫ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি অবশ্য লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলেছে। একই দিন আরেক ম্যাচে এভারটনের মাঠে ৪-০ গোলে হারা ম্যানচেস্টার ইউনাইটেড ৩৪ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। এক ম্যাচ বেশি খেলা এভারটন ৪৯ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে। প্রিমিয়ার লিগে চেলসির ম্যাচ বাকি আছে আরো তিনটি। ব্লুজরা শেষ তিন ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড, ওয়াটফোর্ড ও লেস্টার সিটির বিপক্ষে। আগামী রবিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে চেলসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App