×

জাতীয়

উখিয়া রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০১৯, ০২:৩৭ পিএম

উখিয়া রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ড
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে ক্ষয়-ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। উখিয়ার থানার ওসি আবুল খায়ের জানান, উখিয়া রোহিঙ্গা শিবিরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছছে। যাতে কোন ধরনের অপীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে নজরদারী রাখা হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনো নিশ্চত হওয়া যায়নি। ২০১৭ সালে ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাদের অভিযানের মুখে পড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা নাফ নদী পেরিয়ে কক্সবাজারের উখিয়া-টেকনাফের পাহাড় ও বন কেটে আশ্রয় নিয়েছেন। এর আগে ৪ লাখের মত রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সব মিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App