×

জাতীয়

সরিষাবাড়ীতে জীবন দিয়ে ইফটিজিংয়ের প্রতিবাদ করলো ছোয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ০৪:৫৭ পিএম

সরিষাবাড়ীতে জীবন দিয়ে ইফটিজিংয়ের প্রতিবাদ করলো ছোয়া
জামালপুরের সরিষাবাড়ীতে বখাটেদের ইফটিজিং সইতে না পেরে ছোয়া সাহা নামের এক ৭ম শ্রেনীর ছাত্রী ফাসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সোমবার রাতে উপজেলার সাইঞ্চারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছোয়া উপজেলার সাইঞ্চারপাড় গ্রামের নারায়ন সাহার মেয়ে । পারিবারিক সুত্রে জানা যায়, ছোয়া সাহা সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। প্রতিদিন স্কুল ও কোচিং যেতে আসতে বিভিন্ন ভাবে উৎতক্ত করতো মূলবাড়ী গ্রামের মতি তালুকদারের পুত্র তামিম ও তার বন্ধুরা। এ নিয়ে একাধিক বার তামিমকে বলা হলেও কোন লাভ হয়নি। বরং তামিম ও তার বন্ধুরা রাস্তা ঘাটে আরও বেশি করে বিরক্ত করতে শুরু করে। গতকাল সোমবার সন্ধায় ছোয়া প্রাইভেট থেকে বাড়ী ফেরার সময় বখাটে তামিম ও তার বন্ধুরা তাকে অকর্থ্য ভাষায় গালাগালি করতে করতে তার বাড়ী পর্যন্ত চলে আসে। এই লজ্জা সইতে না পেরে রাতেই ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে ফাসিতে ঝুলে আত্মহত্যা করে। এ বিষয়ে সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিন বলেন, আমরা ছোয়ার উৎতক্তকারীদের বিচার চাই। এজন্য আমরা স্কুলের পক্ষ থেকে আজ (বুধবার) সকালে মানববন্ধন করবো ও বখাটেদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা নিবার্হী অফিসারের কাছে স্বারকলিপি দেয়া হবে। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জমাজেদুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে ও তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App