×

বিনোদন

মে দিবসের গানে একসঙ্গে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ০৩:৩৭ পিএম

মে দিবসের গানে একসঙ্গে
আসছে মে দিবস। আর এই দিবসকে কেন্দ্র করে সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদের সুর-সঙ্গীতে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। গানের কথা হচ্ছে ‘শরীরটা ইঞ্জিন ক্ষয়ে যায় দিন দিন, রিকশা চালাই আমি রিকশা চালাই’। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। ফরিদ আহমেদ বলেন, গানটির কথা অসাধারণ, এটা বলতেই হবে। কারণ এই গানে একজন রিকশাচালকের সত্যিকারের সংগ্রামী জীবন রফিক ভাই যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। আর আমার সুর সঙ্গীতে এবারই অ্যান্ড্রু দা এবারই প্রথম রক স্টাইলে কোনো গান গেয়েছেন। তার গায়কীর কারণেই গানটি অনন্য অসাধারণ হয়ে উঠেছে। গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে। অ্যান্ড্রু কিশোর বলেন, ফরিদ সবসময়ই খুব যত্ন নিয়ে গান করে। এই গানের ক্ষেত্রে যেন তার যত্ন আরো একটু বেশি ছিল। কারণ এটি বিশেষ দিবসকে ঘিরে একটি গান। গানের কথা এবং গানের সুর সঙ্গীতকে গানটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আমি চেষ্টা করেছি গীতিকার এবং সঙ্গীত পরিচালকের ভাবনা, ভালোলাগাকে আমার কণ্ঠের মধ্য দিয়ে রূপ দিতে। সবমিলিয়ে গানটি মনে হয় ভালো হয়েছে। ভালোলাগবে শ্রোতাদের। আগামী মে দিবসে গানটি প্রচারে আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App