×

শিক্ষা

মাভাবিপ্রবিতে ফলিত গণিত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ০৪:৪১ পিএম

মাভাবিপ্রবিতে ফলিত গণিত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে ফলিত গণিত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় বিভাগের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুস সাত্তার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. মোঃ আনোয়ার হোসেন এবং বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল অলিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান মোঃ বাবুল হোসেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন এবং সেমিনার সংগঠন কমিটির আহবায়ক ড. মোহাম্মদ মোকাদ্দেছ আলী এবং সঞ্চালনা করেন গণিত বিভাগের শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। সেমিনারে বক্তাগণ বলেন, গণিত বিজ্ঞানের জননী আর এর বিচরন সর্বত্র। গণিত বিষয়ের উপর অধ্যায়ন ও গবেষণা করে দেশে-বিদেশে অনেক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App