×

আন্তর্জাতিক

ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ১২:১৬ পিএম

ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট চলছে
ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট আজ মঙ্গলবার। এরই ধারাবাহিকতায় দেশটির ১৫টি রাজ্যের ১১৬টি আসনে ভোটগ্রহণ চলছে। গুজরাটের গান্ধীনগরে লড়ছেন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ। টানা ১৬ বছর এই আসনে প্রার্থী ছিলেন লালকৃষ্ণ আদভানি। দুই বছর আগে গুজরাট বিধানসভা নির্বাচনে গান্ধীনগর থেকে জিতেছে কংগ্রেস। কংগ্রেস বিধায়ক চাভেদাই গান্ধীনগরে অমিত শাহের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। এদিকে কেরালার ওয়াইনাডে থেকে লড়বেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। এ ছাড়া তৃতীয় দফায়, আসামের ৪, বিহারের ৫, ছত্তীশগড়ের ৭, দমন দিউ ও দাদরা নগর হাভেলিতে ১টি করে, গোয়া ২, জম্মু-কাশ্মিরে ১, কর্নাটক ও মহারাষ্ট্রে ১৪টি করে, উড়িষ্যায় ৬ ও উত্তর প্রদেশে ১০ এবং পশ্চিমবঙ্গের ৫টি আসনে ভোট হবে। এ ছাড়া দ্বিতীয় দফায় স্থগিত হওয়া পূর্ব ত্রিপুরা আসনেও এ দিন ভোট হওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদ্য তৃণমূলে যোগ দেয়া কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর, কংগ্রেস সাংসদ ও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি ও বদরুদ্দোজা খানের মতো শক্তিমান প্রার্থীরা। সব প্রার্থীকেই প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App