×

আন্তর্জাতিক

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প : নিহত ১১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ০৪:২৮ পিএম

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প : নিহত ১১
ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনে শক্তিশালী ভূমিকম্পে ১১ জন নিহত হয়েছেন বলে বিবিসি’র খবরে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সোমবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ৬.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে দেশটির একটি বিমানবন্দর দারুণ ক্ষতিগ্রস্ত ও দুটি ভবন ধ্বংস হয়ে গেছে। প্রথম ভূমিকম্পের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ৬.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প দক্ষিণে ভিসায়াস অঞ্চলে আঘাত হানে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে টাকলোবান সিটি, লেয়তে এবং ক্যাটবালোগান সিটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সেখানে অনেক ভবন হেলে পড়েছে এবং রাস্তায় বিরাট ফাটল দেখা দিয়েছে। ওই এলাকায় ক্ষয়ক্ষতির বিষয়ে কর্তৃপক্ষ নিশ্চিত নয়। কর্তৃপক্ষ জানায়, রাজধানী ম্যানিলার উত্তর-পশ্চিমে পাম্পাঙ্গা প্রদেশে ধসে পড়া একটি ভবনের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ভূমিকম্পের সময় ম্যানিলার বাণিজ্যিক এলাকার বহুতল ভবনে কয়েক মিনিট ধরে দুলতে দেখা যায়। ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App