×

খেলা

ডিপিএল: ডাবল সেঞ্চুরি, সৌম্য ঝড়ে আবাহনীর শিরোপা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ০৭:০১ পিএম

ডিপিএল: ডাবল সেঞ্চুরি, সৌম্য ঝড়ে আবাহনীর শিরোপা

সৌম্য সরকার।

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে শিরোপার জন্য দারুণ লড়াই করেছে আবাহনী লিমিটেড এবং লিজেন্ড অব রূপগঞ্জ। শেষ রাউন্ডে এসে সমান ১৫ ম্যাচে ১২টিতে জয় ছিল দু'দল। মঙ্গলবার শেষ ম্যাচে এসে তাই শিরোপা ফয়সালা হলো। আবাহনী ৯ উইকেটে শেখ জামালকে হারিয়ে এবারও ডিপিএলের শিরোপা ঘরে তুলল।

রূপগঞ্জও অবশ্য প্রাইম ব্যাংকের বিপক্ষে ৮৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে। সমান ম্যাচে তাই সমান জয়ে পয়েন্ট টেবিলে রাজত্ব দু'দলের। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় রূপগঞ্জ শিরোপা লড়াইয়ে মোসাদ্দেকের আবাহনীর বিপক্ষে পেরে উঠলো না।

শেখ জামাল অবশ্য আবাহনীর সামনে ৩১৭ রানের বড় লক্ষ্য দিয়ে তাদের ভয় ধরিয়ে দিয়েছিল। ঘরোয়া লিগ হোক বা অন্য ম্যাচে বড় রান তাড়া করে জেতা সবসময়ই কঠিন। কিন্তু আবাহনী সৌম্য সরকারের ডাবল সেঞ্চুরির এবং আরেক ওপেনার জহুরুলের সেঞ্চুরিতে ৯ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে। তাও আবার ১৭ বল হাতে রেখে। আগের ম্যাচে সৌম্যর সেঞ্চুরিতে ৩৭৭ রান তোলে এই আবাহনী।

শেখ জামালের দেওয়া বড় রান তাড়া করতে নেমে সৌম্য খেলেন হার না মানা ২০৮ রানের ইনিংস। বাংলাদেশের কোন ব্যাটসম্যানের ওয়ানডে ক্রিকেটে আন্তর্জাতিক-ঘরোয়া মিলিয়ে যা প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে লিস্ট 'এ' ক্রিকেটে সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস ছিল রাকিবুল হাসানের। এছাড়া সৌম্য এ ম্যাচে ১৪ চারের পাশাপাশি ১৬ ছক্কা তুলেছেন। বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে যা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

দিনের ওপর ম্যাচে রূপগঞ্জ প্রথমে ব্যাট করে ৩২৭ রান তোলে। মোহাম্মদ নাঈম ১৩৪ রানের ইনিংস খেলেন। মেহেদি মারুফ করেন ৫৪ রান। এছাড়া মুমিনুল হক খেলেন ৫২ রানের ইনিংস। জবাবে প্রাইম ব্যাংক ২৩৯ রানে অলআউট হয়ে যায়। অন্য ম্যাচে প্রাইম দোলেশ্বর ৩ রানে হারিয়েছে মোহামেডানকে। দোলেশ্বর প্রথমে ৬ উইকেটে ২৭৪ রান তোলে। মোহামেডান স্পোটিং ক্লাব ২৭১ রানে অলআউট হয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App