×

তথ্যপ্রযুক্তি

গুগল ফটোসে ইমেজ অ্যাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ০৪:১৪ পিএম

গুগল ফটোসে ইমেজ অ্যাপ
গুগল ফটোসে প্রয়োজনীয় একটি ফিচার এনেছে গুগল।
 ইমেজ অ্যাপ নামের এই ফিচারের আওতায় ব্যবহারকারীরা গ্যালারি ভিউতে গিয়ে চিহ্ন দেখে বুঝতে পারবেন গুগল ফটোসে কোন ছবি বা ভিডিওর ব্যাকআপ নেই। ব্যাকআপ না থাকলে প্রয়োজন বুঝে ছবি বা ভিডিও আপলোড করা যাবে।
কোনো ছবি বা ভিডিওর ব্যাকআপ না থাকলে ম্যানুয়ালি ব্যাবহারকারীরা তা আপলোড করতে পারবেন। এতে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ না হলেও সমস্যায় পড়তে হবে না ব্যবহারকারীদের।
গত মাসে সরাসরি ছবি তুলে তা ক্রপ করার ফিচার যুক্ত করা গুগল ফটোসে।
এই ফিচার ব্যবহারের ফলে স্ক্যানিং অ্যাপের আর প্রয়োজন হবে না। সরাসরি ছবি তুলেই বিভিন্ন ছবির ব্যাকআপ রাখা যাবে।
এছাড়াও, নতুন আপেটের ফলে ফোল্ডেবল ডিভাইসের জন্য গুগল ফটোস সাপোর্ট পাওয়া যাবে। যেমন একটি স্ক্রিনে গুগল ফটোস অ্যাপ খুললে তা অন্য স্ক্রিনও সমন্বয় করে দেখাতে পারবে। এর সঙ্গে নতুন কিছু সুবিধাও পাওয়া যাবে ফোল্ডেবল ফোনের গুগল ফটোস অ্যাপে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App