×

জাতীয়

অভিযুক্ত রুহুল আমিনও আ.লীগে অনুপ্রবেশকারী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ০২:৫৭ পিএম

অভিযুক্ত রুহুল আমিনও আ.লীগে অনুপ্রবেশকারী
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে অভিযুক্ত রুহুল আমিন আওয়ামী লীগে অনুপ্রবেশকারী বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা জানান, রাজনৈতিক সুবিধা আদায়ে পটু ছিলেন রুহুল আমিন। সময় বুঝে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে সুবিধা নেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, রুহুল আমিন ১৯৯৭ সালে আওয়ামী লীগে যোগ দেন। এর আগে তিনি জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এরপর ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত সৌদি আরবে অবস্থান করেন। পরে আবারো তিনি বিএনপি-জামায়াতের রাজনীতিতে গোপনে সম্পৃক্ত হন। সময় বুঝে প্রায় তিন বছর পরে আওয়ামী লীগে যোগ দেয়ার আপ্রাণ চেষ্টা করেন রুহুল আমিন। এ সময় দলের অন্য নেতারা এর ঘোর বিরোধিতা করেন। দেনদরবার আর তদবিরের পর অবশেষে ২০১৩ সালে সোনাগাজী আওয়ামী লীগের সদস্য হন তিনি। এরপর ২০১৬ সালে স্থানীয় এমপির আশীর্বাদে সোনাগাজী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে তিনি সোনাগাজী আওয়ামী লীগের সভাপতি হন। জানা গেছে, তারা তিন ভাই। দুই ভাই-ই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বড় ভাই আবুল কাসেম মার্কিন অভিবাসী এবং যুক্তরাষ্ট্র বিএনপির সক্রিয় সদস্য। ছোট ভাই সুফিয়ান বর্তমানে সোনাগাজী স্থানীয় বিএনপির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। মূলত ফায়দা লুটতেই রুহুল আমিন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, অর্থের প্রভাব খাটিয়ে রুহুল আমিন বিভিন্ন সময় নিজেকে জাহির করেছেন। দলে তার পদ নিয়েও আমরা কেউই সন্তুষ্ট ছিলাম না। কিন্তু নানান চাপে তাকে মেনে নিতে হয়েছে। এখন কেবল তার কারণেই দলের বদনাম হচ্ছে। যা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। আমরাও চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কেননা, তিনি আওয়ামী লীগের বেশধারী একজন বিরোধী রাজনৈতিক দলের নেতা। তিনি প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো নেতা নন। আওয়ামী লীগের চেতনা ও আদর্শের লেশমাত্র তার মধ্যে নেই। জানা গেছে, তার পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে। রুহুল আমিন সেই সুবাদে বছরে অন্তত দুবার যুক্তরাষ্ট্রে যাতায়াত করেন। যুক্তরাষ্ট্র বিএনপিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ বলেও জানা যায়। তিনি সোনাগাজী উপজেলা যুবদলের নেতা খোরশেদ আলম এবং কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী দুলালের ঘনিষ্ঠ। তার পৃষ্ঠপোষকতায় অনেকেই অবৈধ কাজ করার সাহস পেত। তাদের মাধ্যমে ফায়দা লুটত এই রুহুল আমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App