×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় নতুন করে কারফিউ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯, ০৪:২২ পিএম

শ্রীলঙ্কায় নতুন করে কারফিউ ঘোষণা
শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পর নতুন করে কারফিউ ঘোষণা করেছে দেশটির সরকার। নতুন ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় সোমবার সন্ধ্যা আটটা থেকে মঙ্গলবার ভোর চারটা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। এর আগে শ্রীলঙ্কা সরকার সোমবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারির ঘোষণা দিয়েছিল। ওই হামলার ঘটনায় ইতিমধ্যে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। শ্রীলঙ্কান পুলিশের এক মুখপাত্র রুয়ান গুনাসেকারা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভয়াবহ এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে গুজব বা ভুয়া খবর ঠেকাতে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় রোববার সকাল পৌনে ৯টার দিকে তিনটি গির্জা এবং হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরই দেশটির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করার পর বিমানবন্দর থেকে ওই পাইপ বোমা উদ্ধার করা হয়। বিমানবন্দরটিতে চিরুনি অভিযান ও তল্লাশির পর চার ঘণ্টা দেরিতে বিমান চলাচল পুনরায় শুরু হয়। শ্রীলঙ্কায় একদিনের জাতীয় শোক শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার পর মঙ্গলবার সারা দেশে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে প্রেসিডেন্টের মিডিয়া ডিভিশন। বিবিৃতিতে আরো বলা হয়েছে, প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার অধীনে থাকা জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২৩ এপ্রিল মঙ্গলবার একদিনের জাতীয় শোক দিবস পালন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App