×

খেলা

ইমরান খানের দাওয়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০১৯, ০১:২০ পিএম

ইমরান খানের দাওয়াই
এক সময়ের দাপুটে ক্রিকেটার তিনি। তার নেতৃত্বেই ১৯৯২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বলছি কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খানের কথা। এক সাক্ষাৎকারে বিশ্বকাপে কীভাবে সাফল্য পাওয়া যাবে সেই উপায় বলেছেন সাবেক এই ক্রিকেটার। সন্দেহাতীতভাবেই এখন পর্যন্ত পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা ইমরান খান। যে কারণে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি মাঝেমধ্যেই ক্রিকেট নিয়ে বিভিন্ন মন্তব্য করতে হয় তাকে। গত বৃহস্পতিবার দ্বাদশ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়াান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের বিশ্বকাপ দলকে শুভকামনা জানিয়ে ইমরান খান বলেন, পুরো জাতি তোমাদের জন্য প্রার্থনা করছে। আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার গর্ব অন্যরকম। তোমরা জাতীয় দূত। তোমাদের দিকে গোটা দেশ তাকিয়ে আছে। আমি তোমাদের শুভকামনা জানাই। তোমাদের ওপর আমার ভরসা আছে। এ সময় বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কীভাবে সাফল্য পাওয়া যায় সেই বিষয়েও কথা বলেছেন ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অধিনায়ক। তার মতে, একজন চ্যাম্পিয়ন মাঠে নামে দৃঢ় আত্মপ্রত্যয় ও পরিকল্পনা নিয়ে। দলীয় স্পৃহা জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোই সফলতা এনে দেবে। উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ জুন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইমরান খানের। একই প্রতিপক্ষের বিপক্ষে ১৯৭৪ সালে ওয়ানডে অভিষেক হয় তার। পাকিস্তানের জার্সিতে ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ইমরান খান। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন একজন তুখোড় অলরাউন্ডার। ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী। টেস্টে তার মোট রান ৩ হাজার ৮০৭ ও উইকেট ৩৬২টি। আর ওয়ানডেতে ব্যাট হাতে ৩ হাজার ৭০৯ রানের পাশাপাশি ১৮২টি উইকেট রয়েছে তার। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর রাজনীতিতে জড়ান ইমরান খান। ২০১৮ সালের ১৮ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App