কলম্বিয়ায় ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

আগের সংবাদ

কলম্বোর বিমানবন্দরের কাছ থেকে পাইপ বোমা উদ্ধার

পরের সংবাদ

মঙ্গলবার দেশে আনা হবে জায়ানের মরদেহ

প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯ , ১২:৪২ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২২, ২০১৯ , ১২:৪৯ অপরাহ্ণ

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ কাল মঙ্গলবার দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আজ সোমবার সকালে তিনি একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন বলে তিনি জানান। এসময় তিনি আরও জানান, শেখ সেলিমের জামাতা প্রিন্সের তবে তার দুটি পায়ে গুরুতর আঘাত থাকায় তাকে এখনি ফিরিয়ে আনা সম্ভব নয় ।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) মারা যায়। রোববার (২১ এপ্রিল) রাতে তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে যান। তারা উঠেছিলেন কলম্বোর পাঁচ তারকা একটি হোটেলে। রোববার সকালে ইস্টার সানডের প্রার্থনার মধ্যে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে বোমা হামলা হয়।

এর মধ্যে হামলার শিকার একটি হোটেলের নিচতলার রেস্তোরাঁয় সকালের নাস্তা করতে গিয়েছিলেন প্রিন্স ও তার বড় ছেলে জায়ান চৌধুরী। ছোট ছেলে জোহানকে নিয়ে শেখ সোনিয়া ওই সময় হোটেলের কক্ষে ছিলেন।

বোমা হামলায় প্রিন্স আহত হন এবং ছেলে জায়ান নিখোঁজ হয়। পরে জায়ানের মৃত্যু খবর আসে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়