ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দনগাঁ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন (২২)নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোরে দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিএসএফ মাসুদ রানা (২০) নামে অন্য এক যুবককে আটক করে নিয়ে গেছে।
নিহত সুমন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের সফিরুল ইসলামের ছেলে ও আটক মাসুদ রানা ডাঙ্গীপাড়া গ্রামের এনাদুলের ছেলে।
জানা গেছে, ভোর ৪টার দিকে ১০/১২ জন বাংলাদেশি দনগাঁ সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমন নিহত হন। তার মরদেহ সীমান্তে জিরো লাইনের এপারে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে। এ সময় বিএসএফের হাতে আটক হয় মাসুদ রানা নামে অন্য একজন।
বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিএসএফের এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। সম্ভবত দুপুর ১২টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।