শাহজালাল বিমানবন্দরে টয়লেট থেকে স্বর্ণের বার উদ্ধার

আগের সংবাদ

মঙ্গলবার দেশে আনা হবে জায়ানের মরদেহ

পরের সংবাদ

কলম্বিয়ায় ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০১৯ , ১১:৫৭ পূর্বাহ্ণ আপডেট: এপ্রিল ২২, ২০১৯ , ১:৪৫ অপরাহ্ণ

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোকা অঞ্চলের রোসা শহরে ভূমিধসে ১৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (২২ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রোসা শহরে কয়েকদিন ধরে ভারী বর্ষণের পর বেশ কিছু বাড়িঘর বিধস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।

রবিবার (২১ এপ্রিল) ওই শহর পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ইভান দুকে। তিনি সাংবাদিকদের বলেন, ভূমিধসে আহতদের চিকিৎসা সহায়তা ও যারা বাড়ি-ঘর হারিয়েছে তাদের নিরাপদ অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে।উদ্ধারকর্মীরা আহতদের সরিয়ে নিচ্ছেন।

অন্যদিকে ভারী বর্ষণের কারণে ঝুঁকিপূর্ণ বসতবাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলেছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়