×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় কারফিউ জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০১৯, ০৪:৪২ পিএম

শ্রীলঙ্কায় কারফিউ জারি

শ্রীলঙ্কায় কারফিউ জারি (ছবি: সংগৃহীত)।

শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বোমা হামলায় এখন পর্যন্ত ১৯০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে দেশটিতে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কারফিউ জারি করা হয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। শ্রীলঙ্কায় আজ বিকাল ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। এ ছাড়া আগামীকাল ২২ এপ্রিল ও পরশু ২৩ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের সেক্রেটারির দপ্তর থেকে কিছুক্ষণ আগে এই ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে দেশটিতে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। এ পর্যন্ত ১৫৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৪ শতাধিকেরও বেশি মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App