×

জাতীয়

ইস্টার সানডে আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০১৯, ১২:৪০ পিএম

ইস্টার সানডে আজ
খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে আজ রোববার। এটি খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস। গুড ফ্রাইডে’তে বিপথগামী ইহুদীরা যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যার তৃতীয় দিবসে পুনরুত্থান হয় তার। নানা আয়োজনে অন্যতম ধর্মীয় উৎসব এই পালন করছেন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। অসত্য আর অসুন্দরকে পরাভূত করে, যিশু ফিরে আসেন মানুষের মাঝে। খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের মূলভিত্তি তাই, ক্রুশে যিশুর জীবনদান এবং গৌরবদীপ্ত পুনরুত্থান। মানুষের সেবায় জীবন উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডে’র মূল বাণী। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও যথাযথ ধর্মীয় মর্যাদায় শনিবার গভীর রাত থেকেই দিনটি উদযাপন করছে। অপরূপ সাজে সাজানো হয়েছে দেশের প্রতিটি চার্চ। আজ (রোববার) সকালে চার্চে চার্চে বিশেষ খ্রিস্টযোগ ও প্রার্থনাসভার আয়োজন করেছে। এ ছাড়া বিভিন্ন খ্রিস্টীয় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন বিশেষ এ দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। ইস্টার সানডে উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, খ্রিষ্টান লীগ এবং ছাত্র যুব ঐক্য পরিষদ নেতারা পৃথক বিবৃতিতে খ্রিষ্টান সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App