×

পুরনো খবর

দুই অধিনায়কের অপেক্ষায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ০৪:৪৫ পিএম

দুই অধিনায়কের অপেক্ষায়
দুই অধিনায়কের অপেক্ষায়
দুয়ারে কড়া নাড়ছে দ্বাদশ বিশ্বকাপ। বিশ্বকাপের পর্দা উঠতে আর বাকি ৪০ দিন। অংশগ্রহণের সুযোগ পাওয়া দলগুলোকে বিশ্বকাপের জন্য আগামী ২৩ এপ্রিলের মধ্যে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার নির্দেশ দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ১০ দলের অংশগ্রহণে ইংল্যান্ড-ওয়েলস বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে ৩০ মে। উদ্বোধনী দিনে স্বাগতিক ইংল্যান্ড ওভালে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। ২ জুন টাইগাররা তাদের প্রথম ম্যাচে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে। এ ম্যাচটিও সাড়ে ৩টায় শুরু হবে। ৫ জুন কোহলিরা সাউথাম্পটনে সাড়ে ৩টায় প্রোটিয়াদের মুখোমুখি হবে। বাংলাদেশ-ভারত দেরিতে মাঠে নামলেও উপমহাদেশের অন্য ৩ দলের মধ্যে পাকিস্তান ৩১ মে নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের এবং ১ জুন কার্ডিফে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের মোকাবেলা করবে। এ ম্যাচ দুটি সাড়ে ৩টায় মাঠে গড়াবে। ১ জুন দ্বিতীয় ম্যাচে ব্রিস্টলে আফগানিস্তান- অস্ট্রেলিয়া ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ইংলিশরা। ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩ প্রথম ৩ বিশ্বকাপেরই আয়োজন ছিল ইংল্যান্ড। ইংল্যান্ড চতুর্থ ও শেষবারের মতো স্বাগতিক হিসেবে টুর্নামেন্টটিতে অংশ নিয়েছিল ১৯৯৯ সালে। সে হিসেবে ২০ বছর পর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দেশটি। এবারের বিশ্বকাপটিকে স্মরণীয় করে রাখার জন্যই ইংল্যান্ড ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও যথেষ্ট সোচ্চার জাঁকজমক ও আকষর্ণীয় একটি টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে। ১০টি দেশ অংশ নিবে দ্বাদশ বিশ্বকাপে। আগামী ২৩ এপ্রিলের মধ্যেই অংশগ্রহণের সুযোগ পাওয়া দেশগুলোকে তাদের নিজ নিজ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার নির্দেশ দিয়েছে আইসিসি। সংস্থাটির নির্দেশ মেনে ইতোমধ্যে ৮টি দেশ বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের চ‚ড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। সে হিসেবে বাকি আছে আর মাত্র ২টি দেশ ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।   সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড। এরপর গত সোমবার অস্ট্রেলিয়া ও ভারত দ্বাদশ বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে। পরদিন চ‚ড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ। আর তার পরদিন স্বাগতিক ইংল্যান্ড ঘোষণা করে তাদের বিশ্বকাপ স্কোয়াড। গত পরশু (বৃহস্পতিবার) একই দিনে ৩টি দেশ তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে। দেশগুলো হলো শ্রীলঙ্কা, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এখন অপেক্ষা ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের দল ঘোষণার। এক পলকে এখন পর্যন্ত ঘোষিত ৮টি দলের স্কোয়াডে কারা আছেন দেখে নেয়া যাক : বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী। নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম, কলিন মুনরো, টম ব্লান্ডেল, জিমি নিশ্যাম, কলিন ড্রি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট। অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ওসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টনিস, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জাই রিচার্ডসন, নাথান কাল্টার নাইল, জেসন বেহেন্ডর্ফ, অ্যাডাম জাম্পা ও নাথান লায়ন। ইংল্যান্ড : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারেস্টো, জস বাটলার, টম লাথাম, জো ড্যানলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড। পাকিস্তান : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবিদ আলী, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, জুনাইদ খান, হ্যারিস সোহেল ও মোহাম্মদ হাসনাইন। দক্ষিণ আফ্রিকা : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, এন্ডাইল পেহেলেকুইয়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, এনরিচ নর্টজে, কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, রুশি ভন ডার ডুসেন, হাশিম আমলা, ডুয়াইন প্রিটোরিয়াস ও তাবরিজ শামসি। ভারত : বিরাট কোহলি (অধিনায়ক) রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লুকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, দিনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডেয়া, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। শ্রীলঙ্কা : দিমুথ করুণারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, অভিষেক ফার্নান্তো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভ্যান্ডারসি, নুয়ান প্রদীপ ও সুরঙ্গা লাকমাল। মজার ব্যাপার হলো, র‌্যাঙ্কিংয়ের সেরা আটের মধ্যে থাকা সবগুলো দলই ইতোমধ্যে তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। যে দুটি দল এখনো নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেনি তাদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ আছে র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে এবং আফগানিস্তানের অবস্থান ১০ নম্বরে। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে এবারের বিশ্বকাপে অংশ নেবে ইংল্যান্ড। একে তো স্বাগতিক, তার ওপর আবার র‌্যাঙ্কিয়েও শীর্ষে। তাই ইংল্যান্ডকেই ধরা হচ্ছে আসন্ন বিশ্বকাপের শিরোপা জয়ের সবচেয়ে বড় দাবিদার। এশিয়ার দেশ ভারতের অবস্থান এখন র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটিকেও হট ফেভারিট মানছেন অনেক ক্রিকেটবোদ্ধা। এ ছাড়া পরের স্থানগুলোতে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App