×

আন্তর্জাতিক

কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, তুরস্কের ৪ সৈন্য নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ০৫:৫৭ পিএম

কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ, তুরস্কের ৪ সৈন্য নিহত

ছবি: সংগৃহীত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ইরাক সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে দেশটির চার সৈন্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) হাক্কারি প্রদেশের পাহাড়ি শহর কুকারকায় সামরিক বাহিনীর ঘাঁটিতে পিকেকের যোদ্ধা বা কুর্দি বিদ্রোহীরা আক্রমণ চালালে এ সংঘর্ষ বাঁধে।

আজ শনিবার (২০ এপ্রিল) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংঘর্ষে চার সৈন্যের প্রাণহানির পাশাপাশি ছয় সৈন্য আহত হয়েছেন। সেখানে সংঘর্ষ এখনও চলছে।

প্রসঙ্গত, ১৯৮৪ সাল থেকেই ওই অঞ্চলে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে কুর্দিদের পিকেকে। কুর্দিদের একটি গোষ্ঠী মূলধারার রাজনীতিতে যুক্ত থাকলেও পিকেকে গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App