×

আন্তর্জাতিক

আফগানিস্তানের যোগাযোগ মন্ত্রণালয়ে হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০১৯, ০৬:১০ পিএম

আফগানিস্তানের যোগাযোগ মন্ত্রণালয়ে হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণের পর একদল বন্দুকধারী দেশটির যোগাযোগ মন্ত্রণালয় ভবনে হামলা চালিয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। মন্ত্রণালয় ভবনের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দুকধারীদের এখনো গোলাগুলি চলছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আশেপাশে বন্দুকযুদ্ধ চলার খবর নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি আর কোনো তথ্য জানাননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১১:৪০ মিনিটের দিকে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রবেশ পথে প্রথমে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।

যোগাযোগ মন্ত্রণালয়ের কাছেই অভিজাত সেরেনা হোটেল। কাবুলে হাতেগোনা যে কয়টি হোটেলে এখনো বিদেশী পর্যটকরা উঠেন সেরেনা হোটেল তার অন্যতম। শুধু তাই নয়, দেশটির প্রেসিডেন্ট ভবনও ওই এলাকায় অবস্থিত। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App