×

খেলা

সেমিতে টটেনহ্যাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ১২:৫৩ পিএম

সেমিতে টটেনহ্যাম
নিজেদের মাঠে অনুষ্ঠিত শেষ আটের প্রথম লেগের ম্যাচটি ১-০ গোলে জিতেছিল টটেনহ্যাম। তবে ম্যানচেস্টার সিটির মাঠে গতকাল ফিরতি লেগের ম্যাচে হয় গোলবন্যা। ৭ গোলের এই ম্যাচে শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতেছে সিটিজেনরা। ফলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪। তবে অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের সেমিফাইনালের টিকেট পেয়েছে টটেনহ্যাম। দ্বিতীয় লেগের ম্যাচে সিটিজেনদের হয়ে জোড়া গোল করেন রহিম স্টার্লিং। এ ছাড়া একটি করে গোল করেন বার্নারদো সিলভা ও সার্জিও আগুয়েরো। অন্যদিকে স্পারদের হয়ে জোড়া গোল করেন দলটির দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিয়ং মিন। তা ছাড়া অপর গোলটি করেন লরেন্তে। এ দিকে এদিন চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দ্বিতীয় লেগের অপর ম্যাচে পর্তুগিজ ক্লাব পোর্তোকে ৪-১ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল ম্যাচে অলরেডদের হয়ে সাদিও মানে, মোহামেদ সালাহ, রবার্টো ফিরমিনো ও ভার্জিল ভন ডিক একটি করে গোল করেন। নিজেদের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি ২-০ গোলে জিতেছিল কোচ জার্গেন ক্লপের শিষ্যরা। ফলে উভয় লেগ মিলিয়ে ৬-১ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে শেষ চারে উঠল লিভারপুল। একে তো ইংল্যান্ডের দুই শক্তিশালী ক্লাবের লড়াই, তার ওপর আবার ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের- তাই ম্যানসিটি ও টটেনহ্যামের মধ্যকার গতকালের ম্যাচটির দিকে নজর ছিল সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের। ম্যাচের প্রথম ১১ মিনিটেই হলো ৪ গোল। দুই দলই পায় সমান দুটি করে গোলের দেখা। কেভিন ডি ব্রুইনের পাস থেকে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করে ম্যাচের চতুর্থ মিনিটে ম্যানসিটিকে এগিয়ে (১-০) নেন রহিম স্টার্লিং। তিন মিনিট পরেই গোল শোধ করে (১-১) টটেনহ্যাম। ম্যানসিটি ডিফেন্ডার এমেরিক লাপোর্ত বিপদমুক্ত করতে গিয়ে বল ঠেলে দেন টটেনহ্যাম ফরোয়ার্ড সন হিয়ং মিনের পায়ে। কেউ কিছু বুঝে উঠার আগেই ডি-বক্সের বাইরে থেকে দূরপাল্লার জোরালো শট নেন মিন এবং বল জড়ায় সিটিজেনদের জালে। ম্যাচের দশম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্পারদের এগিয়ে (২-১) নেন মিন। এবার ক্রিশ্চিয়ান এরিকসনের পাস থেকে পেয়ে গোল করেন দক্ষিণ কোরিয়ান এই ফরোয়ার্ড। পিছিয়ে পড়া ম্যানসিটি সমতায় (২-২) ফেরে পরের মিনিটেই। এ সময় গোল করেন বার্নারদো সিলভা। এর ১০ মিনিট পর কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে উড়ে আসা বল আলতো ছোঁয়ায় টটেনহ্যামের জালে পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে (৩-২) নেন স্টার্লিং। ম্যাচে যা তার দ্বিতীয় গোল। ৩-২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া টটেনহ্যাম বড় ধাক্কা খায় ম্যাচের ৫৯ মিনিটে। ডি ব্রুইনের পাস থেকে বল পেয়ে কোনাকুনি শটে গোল করে ম্যানসিটির হয়ে ব্যবধান ৪-২ করেন সার্জিও আগুয়েরো। এই গোলের মধ্য দিয়ে উভয় লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। এর ১৪ মিনিট পর টটেনহ্যামের হয়ে ফার্নান্দো লরেন্তে গোল করলে উভয় লেগ মিলিয়ে সমতা (৪-৪ ) আসে ম্যাচে। এরপর আর কোনো গোল হয়নি। তবে অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকেট পায় টটেনহ্যাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App