×

আন্তর্জাতিক

মোদির হেলিকপ্টারে তল্লাশি ঘিরে বিতর্ক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ১১:২৫ এএম

মোদির হেলিকপ্টারে তল্লাশি ঘিরে বিতর্ক
ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় গতকাল বৃহস্পতিবার ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরিসহ মোট ৯৫টি আসনে ভোটগ্রহণ করা হয়। এসব রাজ্যের মধ্যে রয়েছে- আসাম, বিহার, জম্মু ও কাশ্মীর, কর্নাটক, মহারাষ্ট্র, মনিপুর, উড়িষ্যা, তামিলনাড়–, ত্রিপুরা, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। একই সঙ্গে বিধানসভা ভোট হয় উড়িষ্যার ৩৫টি এবং তামিলনাড়–র ১৮টি আসনে। এদিকে ভোট হওয়ার কথা থাকলেও বিধিভঙ্গের অভিযোগে ভেলোরের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। ত্রিপুরায় ভোট পিছিয়ে দেয়া হয়েছে ২৩ এপ্রিলে। এ দফায় ভোটার সংখ্যা ১৫ কোটি ৪০ লাখের বেশি। দ্বিতীয় দফার ভোটে ভারতের চারজন কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেব গৌড়ার নির্বাচনী ভাগ্য নির্ধারিত হবে। উত্তরপ্রদেশের মথুরা আসনে বিজেপির টিকেটে তারকা প্রার্থী হেমামালিনীর ভাগ্যও নির্ধারিত হবে এ ভোটে। পশ্চিমবঙ্গে গতকাল জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ আসনে ভোট হয়। কেন্দ্রীয় বাহিনী না আসায় গত বুধবার রাতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ছটপড়–য়ার বুথে তালা ঝুলিয়ে দেন বাসিন্দারা। এ ছাড়া কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হলেও গত বুধবার উড়িষ্যায় মাওবাদী হামলায় এক নির্বাচনী কর্মকর্তা নিহত হন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হেলিকপ্টারে তল্লাশি চালাতে গিয়ে নির্বাচন কমিশনের কোপে পড়েছেন আইএএস অফিসার মহম্মদ মহসিন। গত বুধবার রাতেই তাকে বরখাস্ত করার নির্দেশ দেয় ইসি। উড়িষ্যার সম্বলপুর কেন্দ্রের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন মহসিন। সেখানেই মোদির হেলিকপ্টারে তল্লাশি চালান তিনি। এতে মোদিও হেলিকপ্টার উড়তে প্রায় ১৫ মিনিট দেরি হয়। এরপরই কর্তব্য পালন না করার অপরাধে তাকে বরখাস্ত করা হয়। কোন নিয়ম ভেঙেছেন অফিসার, তা জানতে চাওয়া হলে কমিশনের তরফে জানানো হয়, ২০১৪ সালের ১০ এপ্রিলে দেয়া একটি নির্দেশে বলা আছে, যারা স্পেশাল প্রটেকশান গ্রুপের আওতায় থাকেন, তাদের তল্লাশি করা যাবে না। তবে ২০১৪ সালের সেই নিয়ম ঘেঁটে অবশ্য এই রকম কোনো নির্দেশ পাওয়া যায়নি বলে জানায় আনন্দবাজার। বরং বিশেষ কিছু ক্ষেত্রে তল্লাশি চালানো যেতে পারে, এমনটাই বলা হয়েছে ওই নির্দেশিকায়। এদিকে মোদির হেলিকপ্টারে তল্লাশি চালিয়ে শাস্তির বিষয়টি সামনে আসার পরই সরব হয়েছে বিরোধীরা। কংগ্রেসের টুইট, মোদি হেলিকপ্টারে কী নিয়ে যান, যা তিনি সারা দেশকে দেখাতে চান না। তাদের দাবি, প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে তল্লাশি চালানো যাবে না, এমন কোনো নিয়ম কোথাও নেই। এর আগে গত ১১ এপ্রিল প্রথম দফার ভোট নেয়া হয়। এরপর আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফার ভোট নেয়া হবে। এভাবে আরো চার দফা ভোট গ্রহণের পর আগামী ২৩ মে ভোট গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App