×

জাতীয়

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ০৩:৫১ পিএম

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক
পঞ্চগড় সদর উপজেলার জোতদারপাড়া সীমান্ত এলাকা থেকে পঙ্কজ কুমার (৩০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ওই ভারতীয় নাগরিককে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের জোতদারপাড়া সীমান্তের হাফেজিয়াপাড়া এলাকা থেকে বিজিবির জোতদারপাড়া বিওপির সদস্যরা তাকে আটক করে। আটককৃত পঙ্কজ কুমার ভারতের শিলিগুড়ির চোপড়ামারি-গুয়াবাড়ি এলাকার বাপ্পী কুমারের ছেলে। পুলিশ ও বিজিবি সূত্র জানায়, জোতদারপাড়া সীমান্তের মেইল পিলার ৪১২ এর ৫ নম্বর সাব পিলার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল পঙ্কজ কুমার। এ সময় বিজিবির টহলরত সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হিন্দি ভাষায় নিজেকে ভারতের নাগরিক বলে পরিচয় দেন। পরে তাকে সদর থানায় হস্তান্তর করে বিজিবি। এ সময় তার কাছে ভারতীয় ১০ রুপির দু'টি নোট ও একটি ব্যাগে কিছু ব্যবহৃত কাপড়চোপড় জব্দ করা হয়। পঞ্চগড় সদর থানা পুলিশের ওসি আবু আককাছ আহমদ বলেন, রাতেই বিজিবির জোতদারপাড়া বিওপির হাবিলদার মুসলিম উদ্দিন বাদী হয়ে ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App