×

আন্তর্জাতিক

নর্দান আয়ারল্যান্ডে গুলিতে নারী সাংবাদিককে নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ১০:২৮ পিএম

নর্দান আয়ারল্যান্ডে গুলিতে নারী সাংবাদিককে নিহত

নিহত নারী সাংবাদিকের নাম লিরা ম্যাককি

নর্দান আয়ারল্যান্ডের লন্ডনডেরি শহরে দাঙ্গা চলাকালে গুলিতে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যা দিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসির

নিহত নারী সাংবাদিকের নাম লিরা ম্যাককি (২৯)। বৃহস্পতিবার রাতে শহরের ডেরি ক্রেগান এলাকায় দাঙ্গা চলাকালে গুলিতে তিনি নিহত হন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ডেরি ক্রেগানের একাধিক বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় জাতীয়তাবাদী ও পুলিশ সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে এক বন্দুকধারীর ছোড়া গুলি লাগে লিরার। নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

লিরা নিউজ সাইট মিডিয়াগ্যাজার’র একজন কর্মী ছিলেন। তিনি অভিযানের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ডের জন্য ভিন্ন মতাবলম্বী জাতীয়তাবাদীদের দায়ী করছে পুলিশ।

সহকারী প্রধান কনস্টেবল মার্ক হ্যামিলটন এ ঘটনাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে এ হত্যাকাণ্ডকে ‘জঘন্য এবং বিবেকহীনের মতো কাজ’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ম্যাককি একজন সাহসী সাংবাদিক যিনি নিজ দায়িত্ব পালনের সময় মৃত্যুবরণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App