×

অর্থনীতি

সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ১২:২১ পিএম

সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু
উত্তরের জেলা কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে অবশেষে ভারতে বাংলাদেশি পণ্য রপ্তানি শুরু হয়েছে। বন্দরটি চালু হওয়ার পর ভারত থেকে কয়লা ও পাথর আমদানি হলেও প্রথমবারের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করা হয় বাংলাদেশের প্রাণ আরএফএল গ্রুপের উৎপাদিত প্লাস্টিক পণ্য। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১১ জুন সোনাহাট স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর ভারত থেকে শুধু পাথর ও কয়লা আমদানি প্রক্রিয়া চলমান ছিল। গতকাল প্রথমবারের মতো বাংলাদেশি প্রাণ আরএফএল গ্রুপের প্লাস্টিক ফার্নিচার ও আর্টিকেল পণ্য রপ্তানি করা হয়। ফলে দীর্ঘদিন পর এ বন্দর দিয়ে পণ্য রপ্তানির স্থবিরতার অবসান হলো। আনুষ্ঠানিকভাবে পণ্য রপ্তানি প্রক্রিয়া চালু করার সময় উপস্থিত ছিলেন কাস্টমস এন্ড ভ্যাট এক্সসাইজ, রংপুর বিভাগীয় কমিশনার আহসানুল হক। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাস্টমস এন্ড ভ্যাট এক্সসাইজ, কুড়িগ্রাম ও সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাসহ বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সোনাহাট স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. কিবরিয়া জলিল জানান, বন্দরটি চালু হওয়ার পর থেকে ভারত থেকে শুধুু কয়লা ও পাথর আমদানি করে আসছিলেন সিএন্ডএফ এজেন্টরা। বৃহস্পতিবার প্রথমবারের মতো বাংলাদেশি পণ্য প্রাণ আরএফএল কোম্পানির প্লাস্টিক ফার্নিচার ভর্তি একটি ট্রাক ভারতে যাত্রা শুরু করে। এর মাধ্যমে রপ্তানি কার্যক্রম শুরু হলো। এখন থেকে ভারতীয় ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী বাংলাদেশের রপ্তানিযোগ্য যে কোনো পণ্য ভারতে রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App