×

খেলা

দল ঘোষণার হিড়িক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ০১:০২ পিএম

দ্বাদশ বিশ্বকাপের পর্দা উঠতে আর বাকি ৪১ দিন। অংশগ্রহণের সুযোগ পাওয়া দলগুলোকে বিশ্বকাপের জন্য আগামী ২৩ এপ্রিলের মধ্যে নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার নির্দেশ দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দলগুলোও ইতোমধ্যে তাদের স্কোয়াড ঘোষণা শুরু করেছে। সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এরপর একে একে অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ ও ইংল্যান্ড তাদের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে। গতকাল একই দিনে দল ঘোষণা করেছে আরো তিনটি দেশ- শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। সরফরাজ আহমেদকে অধিনায়ক করে ঘোষিত পাকিস্তানের ১৫ সদস্যের বিশ^কাপ দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ আমিরের। অথচ বিশ^কাপ যেহেতু ইংল্যান্ডে তাই কন্ডিশন বিবেচনায় আমিরের স্কোয়াডে থাকাটা এক প্রকার নিশ্চিতই ছিল। গতকাল নিজেদের বিশ^কাপ স্কোয়াড ঘোষণা করেছে বিশ^ ক্রিকেটের অন্যতম পরাশক্তি হিসেবে খ্যাত দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে চমক আছে একটি। এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা পেসার এনরিচ নর্টজেকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দলে ব্যাটসম্যান হিসেবে আছেন ফাফ ডু প্লেসিস, ডেভিড মিলার, এইডেন মারক্রাম, রুশি ভন ডার ডুসেন ও হাশিম আমলা। উইকেটকিপার হিসেবে দলে সুযোগ পেয়েছেন কুইন্টন ডি কক। এ ছাড়া পেসার হিসেবে আছেন ডেল স্টেইন, এন্ডাইল পেহেলেকুইয়ো, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি। ইমরান তাহিরকে রাখা হয়েছে স্পিনার হিসেবে। পাশাপাশি জেপি ডুমিনির মতো অলরাউন্ডারও আছেন প্রোটিয়াদের বিশ্বকাপ দলে। গতকাল দুপুরে শ্রীলঙ্কা ক্রিকেটের কর্মকর্তা ও নির্বাচকরা ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ চান্দিমাল বিশ^কাপ দলে জায়গা পাননি। সীমিত ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে আহামরি ভালো করতে না পারলেও অভিজ্ঞতা বিচারে তাকে বিশ্বকাপ দলে দেখতে পাচ্ছিলেন অনেকে। তার মতো পরিণতি বরণ করে নিতে হয়েছে আরেক অভিজ্ঞ ক্রিকেটার উপুল থারাঙ্গাকেও। এই দুই ব্যাটসম্যানের সুযোগ না পাওয়ার মতোই চমক হয়ে এসেছে করুনারত্নের নেতৃত্ব লাভ। করুনারতে্ন অধিনায়কত্ব পাওয়ায় অধিনায়কত্ব হারিয়েছেন যিনি, সেই মালিঙ্গা অবসরের আভাস দিলেও তাকে নির্বাচকরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করে রেখেছেন। তবে এই ক্রিকেটার এখনো অবসরের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এ ছাড়া চোট থেকে ফিরে দলে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার ও অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এ ছাড়া সুরাঙ্গা লাকমল, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও স্কোয়াডে সুযোগ পেয়েছেন। শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাসিথ মালিঙ্গা, লাহিরু থিরিমান্নে, অভিষকা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, জেফরি ভ্যান্ডারসে, থিসারা পেরেরা, ইসুরু উদানা, সুরাঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, জীবন মেন্ডিস ও মিলিন্দা সিরিবর্ধনে। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, এন্ডাইল পেহেলেকুইয়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, এনরিচ নর্টজে, কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, রুশি ভন ডার ডুসেন, হাশিম আমলা, ডুয়াইন প্রিটোরিয়াস ও তাবরিজ শামসি। পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : সরফরাজ আহমেদ (অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, আবিদ আলী, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, জুনাইদ খান, হ্যারিস সোহেল ও মোহাম্মদ হাসনাইন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App