×

খেলা

তালিকায় সালাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ০১:২০ পিএম

তালিকায় সালাহ
টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন হিসেবে স্থান পেয়েছেন মিসরীয় ফুটবলার মোহামেদ সালাহ। বিশ্বের অন্যতম জনপ্রিয় এ ম্যাগাজিনের প্রচ্ছদে এবার ঠাঁই পাওয়া সেরা ছয়জনের মধ্যে লিভারপুল এ তারকা একজন। শুধু ফুটবল নয়, মুসলিম বিশ্বের সংস্কৃতি ও নারীদের অধিকার নিয়েও ভাবেন লিভারপুলের এই ফুটবলার। নিজ দেশ ও মধ্যপ্রাচ্যে মেয়েদের আরো সম্মানের চোখে দেখা দরকার বলে মনে করেন তিনি। শুধু ফুটবলে নয়, অবদান রাখতে চান মেয়েদের অধিকার ফেরানোর লড়াইয়ে। তারই স্বীকৃতি পেলেন সালাহ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নির্বাচিত হয়ে। ২৬ বছর বয়সী এ ফুটবলার টাইম ম্যাগাজিনে নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন। টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে সালাহ বলেন, আমাদের সংস্কৃতিতে যেভাবে মেয়েদের দেখা হয়, সেটা পাল্টানো দরকার। এটা হতেই হবে, এর বিকল্প নেই। আমি আগের চেয়েও বেশি সমর্থন দেই মেয়েদের, কারণ আমি উপলব্ধি করি তারা আরো বেশি কিছু পাওয়ার দাবি রাখে। ইংলিশ কৌতুক অভিনেতা জন ওলিভার টাইম ম্যাগাজিনে সালাহকে নিয়ে একটি আর্টিকেল লেখেন। সেখানে সালাহকে নিয়ে ওলিভার বলেন, মোহামেদ সালাহ ফুটবল খেলোয়াড়ের আগে তিনি একজন ভালো মানুষ এবং সে বিশ্বসেরা একজন ফুটবলার। সালাহ মিসর এবং মুসলিমদের জন্য একজন আইকন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App