×

খেলা

মেসি ম্যাজিকে সেমিতে বার্সা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ০২:১৯ পিএম

মেসি ম্যাজিকে সেমিতে বার্সা
নিজেদের মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সার বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পল পগবা বলেছিলেন, আমাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। বার্সার মাঠে দ্বিতীয় লেগে খেলতে নামার আগে পগবাদের আত্মবিশ্বাস যোগাচ্ছিল মূলত সাম্প্রতিক পারফরমেন্স। চলতি মৌসুমে ঘরের চেয়ে প্রতিপক্ষের মাঠেই বেশি সফল ম্যানইউ। শেষ ষোলোতে পিএসজির মাঠে ঘুরে দাঁড়ানোর দুর্দান্ত এক গল্প লিখেছিল কোচ ওলে গুনার সুলশারের শিষ্যরা। ইংলিশ ক্লাব ম্যানইউর সমর্থকদের প্রত্যাশা ছিল বার্সার বিপক্ষেও এমন কিছুই করবে রেড ডেভিলরা। কিন্তু লিওনেল মেসির জাদুকরী ফুটবল নৈপুণ্যের সামনে কিছু করার সুযোগই পাননি পগবা-রাশফোর্ডরা। জাদুকরী পারফরমেন্সে ম্যাচের শুরুতেই গোল আদায় করে নেন মেসি। এর মধ্য দিয়ে ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে গোলের দেখা পেলেন তিনি। খানিক বাদে প্রতিপক্ষ দলের গোলরক্ষকের ভুলে পান আরেকটি গোল। আর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ফিলিপে কুতিনহো। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা জিতেছে ৩-০ গোলে। ফলে উভয় লেগ মিলিয়ে ম্যানইউকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলায় টিকেট পেল বার্সা। মেসির বার্সার সেমিতে ওঠার রাতে বড় ধরনের ধাক্কা খেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। এ দিন ডাচ্ ক্লাব আয়াক্সের বিপক্ষে ২-১ গোলে হেরেছে তুরিনের ক্লাবটি। ম্যাচে জুভেন্টাসের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো একটি গোল করেন। আর আয়াক্সের হয়ে গোল করেন ভন ডি বিক ও ডি লিগট। দুদলের মধ্যকার শেষ আটের প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে উভয় লেগ মিলিয়ে ৩-২ গোলের জয়ে সেমিফাইনালে অংশগ্রহণের সুযোগ পেল আয়াক্স। আর বিদায় নিশ্চিত হলো জুভেন্টাসের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App