×

জাতীয়

কেশবপুরে মাঠে মাঠে বোরো ধানের সোনালী আভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ০২:৩০ পিএম

কেশবপুরে মাঠে মাঠে বোরো ধানের সোনালী আভা
যশোরের কেশবপুর উপজেলার কৃষক সমাজ চলতি মৌসুমে ডাঙ্গা এলাকাসহ সোনাতলা, কাদারবিল, বোওয়ালিরবিল, গড়ভাঙ্গার বড়বিল, বিলবলধালিসহ বিভিন্ন বিলের পানি নিষ্কাশন করে বোরো চাষা করেছে। আবহওয়া অনুকুলে থাকায় ধানের লম্বা শীষ, রোগ-বালাইয়ের আক্রমন কম হওয়ায় চলতি মৌসুমে রেকর্ড পরিমান বোরো ধান উৎপাদনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বর্তমানে উপজেলার অধিকাংশ মাঠে ধানের শীষ সোনালী বর্ন ধারন করতে শুরু করায় কৃষক সমাজ ধান ঘরে তোলায় অপেক্ষার প্রহর গুনছে। কেশবপুর কৃষি অফিস সূত্রে জানা গেছে, বীজ, সার, কীটনাশকসহ কৃষি উপকরনের সহজ প্রাপ্যতা ও আবহওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে কেশবপুর উপজেলায় প্রায় ১৬হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এবার মাঠে নতুন ব্রি-ধান-৫৮, ৭৪, ৮১, ৮৪, ৮৬ ও ৮৯ জাতের ধান আবাদ হয়েছে। দিগন্ত বিস্তৃতি মাঠে ধানের শীষ সোনালী বর্ণ ধারন করতে শুরু করায় চারিদিকে সোনালী আভা ছড়িয়ে পড়েছে। কালবৈশাখী ঝড় -বৃষ্টিসহ সমকালীন প্রাকৃতিক দূর্যোগ আক্রান্ত না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে বলে কৃষকরা জানান। উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের কৃষক মশিয়ার রহমান, আলমগীর হোসেন, ধর্মপুর গ্রামের সাবু, দোরমুটিয়া গ্রামের কামাল উদ্দিনসহ বিভিন্ন গ্রামের কৃষকরা বলেন, ধান গাছে এবার তুলনা মূলক ভাল ধান ধরেছে। এ ধান ভালভাবে ঘরে তুলতে পারলে কৃষকের মুখে প্রকৃত হাসি ফুটবে। নতুন ধান ঘরে তুলতে কৃষকরা ধান রাখার জায়গা প্রস্তুত সর্বাত্বক প্রস্তুতি সম্পন্ন করতে বর্তমানে ব্যস্ত সময় পার করছে। পাশাপাশি গরুর প্রধান খাদ্য ধানের খড় (বিচালি) সংরক্ষণে কৃষকদের বেশ তৎপরতা লক্ষ করা গেছে। হাবাসপোল গ্রামের কৃষক শহিদ হাসান জানান, বিচালি সংরক্ষন করার জন্য তিনি ২০ হাজার টাকা ব্যয়ে ঘর তৈরি করেছেন। উপজেলার বাঁশবাড়িয়া, গোপসেনা, ধর্মপুর, ভোগতি, দোরমুটিয়া অঞ্চল ঘুরে দেখা যায় কিছু কিছু ধান কাটার উপযুক্ত হয়ে উঠায় কৃষকরা ধান বহনের জন্য ভ্যান গাড়ী, ধান কাটার কাচি, ধান ঝাড়ার ম্যাশিন প্রস্তুত করছে। তবে স¤প্রতি সময়ে কালবৈশাখী ঝড় ,বর্জ্রবৃষ্টিসহ মেঘাচ্ছন্ন আবহাওয়া কৃষকের হাসি মাখা মুখ মলিন করে তুলছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা বলেন, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরন সামগ্রীর সহজ প্রাপ্যতা ও অনুকুল আবহওয়ায় বোর ধানের ফলনও ভাল হয়েছে। কৃষকরা এ ধান সুষ্ট ভাবে বাড়ি তুলতে পারলে কেশবপুর উপজেলায় এবছর রেকর্ড পরিমান বোর ধান উৎপাদনের আশা করছে সংশ্লিষ্ট বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App