×

খেলা

সাত জনই এবার প্রথম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ০৩:৫০ পিএম

সাত জনই এবার প্রথম
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল ১৫ সদস্যের টাইগার বিশ্বকাপ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেসার আবু জায়েদ রাহি ছাড়া সবাই বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছেন। ঘোষিত দলের অনেকেই গত ২ বছর বাংলাদেশ দলে নিয়মিত খেললেও সাতজন ক্রিকেটার এবারই প্রথম বিশ্বকাপের বড় মঞ্চে অংশ নিচ্ছে। এরা হলেন লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও আবু জায়েদ রাহী। বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসার নাম মোস্তাফিজুর রহমান। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৩টি ওয়ানডে খেলেছেন তিনি। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও এবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপের অভিজ্ঞতা হতে যাচ্ছে কাটার মাস্টারের। এবারের বিশ্বকাপ দলে স্পিনিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২০১৭ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর থেকে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য হিসেবে এ পর্যন্ত ২৫টি ওয়ানডে খেলা মিরাজ এবারই প্রথম বিশ্বকাপ খেলবেন। ২০১৫ সালে ওয়ানডে অভিষেক হয় লিটন কুমার দাসের। ধীরে ধীরে দলে নিজেকে থিতু করেন এই ডানহাতি ব্যাটসম্যান। দেশের হয়ে ২৭ ওয়ানডে খেলা লিটন এবার ইংল্যান্ড বিশ্বকাপে তামিম ইকবালের সঙ্গী হিসেবে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের সূচনা করবেন। ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের এবার নিয়ে দ্বিতীয় বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হতে পারত। তবে ২০১৪ সালে অভিষেকের পর প্রত্যাশিত পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় দল থেকে ছিটকে যান মিঠুন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ওয়ানডে দলে পুনরায় সুযোগ পেতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয় মিঠুনকে। সম্প্রতি দলের মিডলঅর্ডারে বড় এক আস্থার নাম হয়ে উঠেছেন তিনি। ১৫ ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে এবার প্রথম বিশ^কাপ যাত্রা করবেন তিনি। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের অভিজ্ঞতা বলতে ১০টি ওয়ানডে ম্যাচ। তবে এরই মধ্যে নিজেকে বাংলাদেশ দলের বড় সম্পদ হিসেবে প্রমাণ করতে সমর্থ হয়েছেন এই তরুণ। ডানহাতি পেস বোলিংয়ের পাশাপাশি এরই মধ্যে সাত-আট নম্বরে নেমে পরিস্থিতি অনুযায়ী বাঁ-হাতি ব্যাটিংয়ে ভালো কিছু ইনিংস খেলেছেন তিনি। ২০১৬ সালে বাংলাদেশের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ২৪টি ওয়ানডে খেলেছেন মোসাদ্দেক। ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বোলিং করতে পারার দক্ষতার কারণে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। এবারের বিশ্বকাপ দলে একমাত্র চমক বলা যায় পেসার আবু জায়েদ রাহিকে। দেশের হয়ে ৫টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি ডানহাতি এই পেসারের। তবে ২৬ বছর বয়সী রাহির সাম্প্রতিক ফর্ম, সুইং বোলিং করতে পারার দক্ষতা ও আরেক পেসার তাসকিনের ইনজুরির কারণে প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ হয়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App