×

জাতীয়

বান্দরবানে বন্যহাতির মরদেহ ভাসল লেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ১১:০৫ পিএম

বান্দরবানে বন্যহাতির মরদেহ ভাসল লেকে

লেকে ভাসছে বুনোহাতির মরদেহ

বুনোহাতির মরদেহ ভাসল লেকে। বান্দরবানের সুয়ালক ইউনিয়নের প্রান্তিক লেকে একটি বন্যহাতির মৃতদেহ ভেসে উঠেছে। হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায় ঘুরতে আসা পর্যটকরা।

বুধবার সকালে বান্দরবান সদরের পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে কিছু পর্যটক ভ্রমণ করতে গিয়ে হাতির মরদেহটি দেখতে পায়।

স্থানীয়রা জানায়, মৃত হাতিটি ছোট। হাতির মরদেহ লেকের পানিতে ভাসছে। আর হাতিটির শরীর বিভিন্ন জায়গায় পচন ধরে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়রা বিষয়টি জানিয়েছে বন বিভাগকে।

বান্দরবানের পাল্পউড বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ সাহা বলেন, লেকের পানিতে মৃত বন্যহাতির দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন খবর পেয়েছি। হাতির মরদেহটি লেক থেকে উদ্ধারের জন্য ওই এলাকায় বন বিভাগের একটি টিম পাঠানো হয়েছে। তবে হাতিটি কিভাবে মারা গেছে তা জানার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App