×

জাতীয়

প্রিয় বিদ্যাপিঠে যাওয়া হলোনা শিশু লামিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ০৪:৫০ পিএম

প্রিয় বিদ্যাপিঠে যাওয়া হলোনা শিশু লামিয়ার
প্রিয় বিদ্যাপিঠে যাওয়া হলোনা ২য় শ্রেণির এক কোমলমতি শিশু লামিয়ার। স্কুল ব্যাগ কাঁধে নিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়ে তার প্রিয় বিদ্যাপিঠে যাওয়ার জন্য উপজেলার শিমুলতলা নামক স্থানের গাবতলায় সড়কের একেবারে পাশে দাঁড়িয়ে ছিলো ওই ছাত্রী। সে গাবতলা গ্রামের এসিআই কোম্পানির এক ডিলারের গাড়ি চালক খাইরুল সিকদারের মেয়ে। সরেজমিনে গিয়ে প্রতক্ষ্যদর্শীদের কাছ থেকে জানা যায় বুধবার সকাল সাড়ে ৯টার সময় পশ্চিম নারায়রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী লামিয়া (৮) বানারীপাড়া-বরিশাল সড়কের শিমুলতলা নামক স্থানের গাবতলার সড়কের একেবারে পাশে দাঁড়িয়ে ছিলো। এসময় বরিশাল থেকে গেটলক সেবা পরিবহন (১১-০১৩০) গাড়ি বানারীপাড়ার দিকে বেপরোয়া গতিতে আসতে গিয়ে ওই ছাত্রীর গায়ের ওপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই লামিয়া প্রাণ হারায়। মুহুর্তেই লামিয়ার মৃত্যুর খবর তার প্রিয় বিদ্যাপিঠ ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে ক্ষুব্দ হয়ে ওঠেন তার সহ পাঠিরা। এক পর্যায়ে নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়,পশ্চিম নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র শিক্ষার্থীরা ও এলাকাবাসী হাতে লাঠি নিয়ে সড়কে নিহত লামিয়ার বিচারের ও এ সড়ক থেকে প্রাণ ঘাতক সেবা পরিবহন বন্ধের দাবিতে মিছিল বের করে এবং এক পর্যায়ে গাড়ি ভাঙ্গার চেষ্টা চালায়। এসময় বানারীপাড়া থানা পুলিশ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু সঠিক বিচারের আশ্বাস দিয়ে বিক্ষুব্দ জনতাকে থামানোর চেষ্টা করেন। এতেও তারা শান্ত না হয়ে লাঠি হাতে নিয়ে সড়কের ওপরে বসে পরেন। পরে তারা দাবী করেন প্রশাসন ও নেতৃস্থানীয়দের সঠিক বিচারের কথা লিখিত ভাবে বা ভিডিও আকারে দিতে হবে তাদের কাছে। এসময় বানারীপাড়া থানার (ওসি) মো. খলিলুর রহমান বিক্ষুব্দ জনতা যে ভাবেই চাবে তাই করা হবে বললে তারা তাদের অবস্থান থেকে কিছুটা নমনীয় হয়। এদিকে ঘটনার পর থেকে ওই সড়কে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন। প্রসঙ্গত কথিত গেটলক নামক সেবা পরিবহন বানারীপাড়া-বরিশালে তাদের সার্ভিস সময়ে বেশ কয়েকটি গুরতর দূর্ঘটনা ঘটিয়েছে। লামিয়াকে চাপা দেওয়া সেবা পরিবহনের গাড়িটি জব্দ করা হয়েছে। পলাতক রয়েছে গাড়ির ড্রাইভার ও হেলপার। লামিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুল ছাত্রী লামিয়ার বাড়িতে চলছে শোকের মাতম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App