×

জাতীয়

প্রিমিয়ার ইউনিভার্সিটি অধ্যাপক এ কে এম তফজল হক নতুন ট্রেজারার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ০৫:৪৩ পিএম

প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার পদে অধ্যাপক এ কে এম তফজল হককে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ এই নিয়োগ দিয়েছেন। অধ্যাপক এ কে এম তফজল হক আগামী ৪ বছর এই পদে দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে  জন্মগ্রহণকারী অধ্যাপক এ কে এম তফজল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে ম্যানেজমেন্টে স্নাতক (সম্মান) ও ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের পর ১৯৯৮ সালে সহকারী অধ্যাপক, ২০০৫ সালে সহযোগী অধ্যাপক ও ২০১৫ সালে অধ্যাপক হিসেব পদোন্নতি লাভ করেন।

তিনি একাডেমিক কাউন্সিলসহ প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের নির্বাচিত সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন। দেশে-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ ছাড়াও আন্তর্জাতিক মানের বিভিন্ন জার্নালে তার গবেষণামূলক অনেক লেখা প্রকাশিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App