×

খেলা

তাসকিনের কান্না ও ব্যাখ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০১৯, ০৩:৫৯ পিএম

তাসকিনের কান্না ও ব্যাখ্যা
বিপিএলে পাওয়া চোটের কারণে মাঠের বাইরে ছিলেন টাইগার দলের পেসার তাসকিন আহমেদ। প্রায় দুই মাসের বেশি সময় মাঠের বাইরে থেকে গত বুধবার ফিরেছেন মাঠে। চলতি প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলতে নেমে বোলিং করেছেন ৫ ওভার। তবে ফিটনেস অর্জন নিয়ে সন্দেহ থাকায় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি তাসকিন। এমনকি আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের দলেও ডাক পাননি। তাসকিনের জায়গায় সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার আবু জায়েদ রাহী। সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই ভেঙে পড়লেন কান্নায়। তবে কেন তাসকিনের সুযোগ হয়নি বিশ্বকাপ দলে এ বিষয়ে ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। গতকাল দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কেন তাসকিনের সুযোগ হয়নি বিশ্বকাপ দলে এ বিষয় তিনি বললেন, তাসকিন তো আসলে বড় সময় ইনজুরিতে ছিল। ফিরে এসে লিগে মাত্র একটি ম্যাচ খেলেছে। একটা ম্যাচ খেললেও স্কিলের দিক দিয়ে তাসকিন পুরোপুরি নিজেকে ফিরে পাননি। কাজেই ফিটনেস এবং ছন্দে ফিরতে পেরেছে কিনা সে ব্যাপারে পুরোপুরি ধারণা পাওয়া সম্ভব ছিল না। তা ছাড় একটা দীর্ঘ বিরতি পড়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটে। ওকে যখন নিউজিল্যান্ড সফরে চিন্তা করলাম, আবার চোটে পড়ে গেছে। আমাদের কাছে যে রিপোর্টগুলো আছে ফিজিওর, ও এখনো পুরোপুরি ফিট না। স্কিলের দিক দিয়ে পুরোপুরি ফিট হিসেবে চাচ্ছিলাম ওকে। এখন ওকে নিতে চাচ্ছি না। ঘরোয়া ক্রিকেটে একটা ম্যাচ খেলেছে সে। তবুও তার ফিটনেস সন্তোষজনক নয়। তবে একটা সান্ত্বনা তাসকিনের জন্য রেখেছেন নির্বাচকরা। মিনহাজুল বললেন, আয়ারল্যান্ড সফরে যদি কেউ চোটে পড়ে ওকে বিকল্প হিসেবে ডাকা হবে। ২০১৫ বিশ্বকাপে গিয়েছিলেন তাসকিন তরুণ মুখ হিসেবে। সেবার টুর্নামেন্টে ৯টি উইকেট শিকার করে সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি। ২০১৫ বিশ্বকাপে আলো ছড়ানো তাসকিন পরের বিশ্বকাপেই দর্শক। ক্রিকেট এমনই নিষ্ঠুর, কখনো দুহাত ভরে দেয়, কখনো কেড়ে নেয় নির্মমভাবে। তাই তাসকিনের কান্না করা তো স্বাভাবিক! বিপিএলে পাওয়া চোটের কারণে বেশ কদিন মাঠের বাইরে ছিলেন তাসকিন আহমেদ। এর আগের বছরটাও ইনজুরিতে কেটেছে। এবারের চোট থেকে সেরে উঠবার জন্য তাসকিনের চেষ্টার কোনো কমতি ছিল না। তড়িঘড়ি করে খেলা শুরু করেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগও। জানান দিয়েছিলেন শতভাগ ফিটনেসেরও। কিন্তু তবুও দুই দলের কোনোটিতেই সুযোগ না হওয়ায় ভেঙে পড়েছেন তাসকিন। গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে গত বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলার বলেন, সবাই তো ভালোই চায়, খারাপ চায় না কেউ। সামনে আরো সুযোগ আছে। আমি আমার চেষ্টা চালিয়ে যাব। ডিপিএলের সুপার লিগটা আরো ভালো খেলার চেষ্টা করব। সবাই দোয়া করবেন, আমি চেষ্টা করব ভালো করার। এ সময় কান্নাজড়িত কণ্ঠে কথা বলতে কষ্ট হচ্ছিল তাসকিনের। তাই এটুকু বলেই কান্নাভেজা চোখে সেখান থেকে চলে যান তিনি। এর আগে দুর্দান্ত পেসার তাসকিন আহমেদ চোটের কারণে কিছুদিন জাতীয় দলের বাইরে ছিলেন। সুস্থ হয়ে বছরের শুরুতে বিপিএলের ষষ্ঠ আসরে ফিরেছিলেন মাঠে। আর ফিরেই বল হাতে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে মাঠ দাপিয়ে বেড়াচ্ছিলেন তাসকিন। ১২ ম্যাচে শিকার করেন ২২ উইকেট। তবে ১ ফেব্রুয়ারি মিরপুরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে লং অফে মোসাদ্দেক হোসেনের ক্যাচ নিতে গিয়ে গোড়ালিতে আঘাত পান সিলেট সিক্সার্সের এ পেসার। বিপিএল শেষ হওয়ার আগেই ছিটকে যান গোড়ালির ইনজুরির জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App