×

শিক্ষা

মাভাবিপ্রবিতে তিন দিন ব্যাপী র‌্যাগ ডের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯, ০১:৪০ পিএম

মাভাবিপ্রবিতে তিন দিন ব্যাপী র‌্যাগ ডের উদ্বোধন
“বর্ণ দিয়ে গেঁথে বন্ধুত্বের মালা, বন্ধুদের সমবায়ে হোক ভাতৃত্বের বর্ণমালা” স্লোগানে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (বর্ণ ১১) তিন দিন ব্যাপী র‌্যাগ ডের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে প্রসাশনিক ভবনের সামনে থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যম্পাস প্রদক্ষিণ করে ক্যাফেটেরিয়ার সামনে শেষ হয়। র‌্যালি শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন র‌্যাগ ডের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ড. পিনাকী দে, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল কাদের মিয়া, শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, রেজিস্ট্রার ড. ইঞ্জি. মোহা. তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় র‌্যাগডে উদযাপন কমিটির আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব আব্দুল্লাহ আল রায়হানসহ সকল বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App