×

আন্তর্জাতিক

বিশ্ব ঐতিহ্যের অংশ প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০১৯, ১১:৪৮ এএম

বিশ্ব ঐতিহ্যের অংশ প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালে আগুন
বিশ্ব ঐতিহ্যের অংশ প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালে আগুন
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ইউনেস্কো ঘোষিত ৮৫০ বছরের পুরনো বিশ্ব ঐতিহ্যের অংশ নটর ডেম ক্যাথেড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে গির্জাটির সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়ে। তবে গোথিক স্থাপত্য শৈলীর নটর ডেম ক্যাথেড্রালের মূল কাঠামো এবং দুটি বেল টাওয়ার আগুন গ্রাস করতে পারেনি বলে খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি সিটি হলের মুখপাত্র এক তাৎক্ষণিক টুইট বার্তায় জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির প্রসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনাস্থলে অভিমুখে রওনা হয়েছেন। তিনি বলেছেন, সমস্ত ক্যাথলিক ও গোটা দেশের মানুষের মতো আমিও অগ্নিকাণ্ডের এ ঘটনায় বেদনাহত। প্যারিস কর্তৃপক্ষ জানিয়েছে, গির্জাটিতে মেরামতের কাজ করার সময় এ ঘটনা ঘটেছে। মেরামতের কারণেই হয়তো আগুন লেগে থাকতে পারে। এর আগে সেইন্ট সালপিছ গির্জায়ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বিখ্যাত সিনেমা ‘দ্য ভিঞ্চি কোডের’ চিত্রায়ন করা হয়েছিল এই গির্জাটিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App