×

শিক্ষা

উপাচার্যের পদত্যাগের দাবিতে ববিতে আন্দোলন অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০১৯, ০৮:১৩ পিএম

উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলমান রয়েছে। আজ সোমবার শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে পৃথকভাবে অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা উপাচার্য এসএম ইমামুল হকের পদত্যাগের দাবিতে নানা ধরনের শ্লোগান দেয়ার পাশাপাশি সম্মিলিত গান পরিবেশন করেন।

উল্লেখ্য, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিশ্ববিদ্যালয়ের আয়োজন নিজেদের না জানানোর কারণে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দিলে আন্দোলন আরও বেগবান হয়।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এরপরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান। পরে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যোগ দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App