×

খেলা

৬ ম্যাচ পর জয় পেয়েও জরিমানা কোহলির ব্যাঙ্গালুরুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ০৬:১৪ পিএম

৬ ম্যাচ পর জয় পেয়েও জরিমানা কোহলির ব্যাঙ্গালুরুর

বিরাট কোহলি

টানা ৬ ম্যাচ হার। এরপর জয় পাওয়া জয়ের থেকেও যেন বেশি কিছু। উচ্ছ্বাস শেষ না হতেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি পেলেন দুঃসংবাদ।

শনিবার (১৩ এপ্রিল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিজেদের সপ্তম ম্যাচে এসে কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের দুরন্ত ব্যাটিংয়েই জয় পায় ব্যাঙ্গালুরু। কিন্তু এই জয়ের আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনতে হয়েছে ব্যাঙ্গালুরু অধিনায়ককে।

চলতি আইপিএলে স্লো ওভার রেটের জন্য জরিমানা গোনার তালিকায় কোহলি হলেন তৃতীয় অধিনায়ক। এর আগে একই অপরাধে বড় অংকের জরিমানাইয় পড়েন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা এবং রাজস্থান রয়্যালস অধিনায়ক আজিঙ্কা রাহানে।

আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী বিরাট কোহলির এটাই এবারের আইপিএলে প্রথম স্লো ওভার রেটের ঘটনা। এ কারণে অধিনায়ক কোহলির ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এরপর একই ঘটনা ঘটলে জরিমানার পরিমান আরও বাড়তে পারে।’

রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানেরও একই পরিমাণে জরিমানা করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App