×

খেলা

শতভাগ ফিট তাসকিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ০৩:৫৭ পিএম

শতভাগ ফিট তাসকিন
ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে এবার জমজমাট ওয়ানডে বিশ্বকাপ আসর বসবে। টাইগার সমর্থকদের জন্য আশার সংবাদ হচ্ছে গত বিশ্বকাপে লাল-সবুজের প্রতিনিধিদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি পেসার তাসকিন ইনজুরি কাটিয়ে ডিপিএলে ফিরে প্রথম ম্যাচে উইকেট না পেলেও শতভাগ ফিট বলে সার্টিফিকেট দিয়েছেন ডিপিএলে তাসকিনের দল লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ। সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন, তাসকিন এখন শতভাগ ফিট। ইংল্যান্ড বিশ্বকাপে তাসকিনের খেলার সম্ভাবনা উজ্জ্বল। ২০১৫ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে গিয়ে ৬ ম্যাচে ৫১ ওভার বল করে ৩২৫ রান দিয়ে তুলে নেন ৯ উইকেট, যা বিশ্বকাপে টাইগার বোলারদের মধ্যে সপ্তম সর্বোচ্চ উইকেট শিকার। সাকিব আল হাসান ৩ বিশ্বকাপে অংশ নিয়ে ২১ ম্যাচ থেকে ২৩ উইকেট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। স্পিনার আব্দুর রাজ্জাক ২ বিশ্বকাপের ১৫ ম্যাচে মাঠে নেমে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে, টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ৩ বিশ্বকাপে অংশ নিয়ে ১৬ ম্যাচ থেকে ১৮ উইকেট লাভ করেছেন। ২ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে ১২ ম্যাচ থেকে পেসার রুবেলের সংগ্রহ ১৩ উইকেট। তালিকার পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছেন খালেদ মাহমুদ সুজন এবং মো. রফিক। ২ বিশ^কাপের ৯ ম্যাচে মাঠে নামা সুজনের সংগ্রহ ১২ উইকেট। অন্যদিকে ৩ বিশ্বকাপের ১৭ ম্যাচে অংশ নিয়ে স্পিনার মো. রফিকের সংগ্রহ ১২ উইকেট। বিপিএলের ষষ্ঠ আসরে পাওয়া চোটের কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি তাসকিন আহমেদ। খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার লিগের শুরুর দিকেও। চোট কাটিয়ে ইতোমধ্যে মাঠে ফিরেছেন এই পেসার। টাইগাররা দুর্দান্ত পেসার তাসকিনের রয়েছে গত বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার অভিজ্ঞতাও। সেই অভিজ্ঞতা এবার ইংল্যান্ড বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখছে তাকে। তাসকিনের দল লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ, তাসকিন এখন শতভাগ ফিট আছে বলেই কিন্তু ওকে খেলানো হচ্ছে। তাসকিনকে নিয়ে কোনো ঝুঁকি নেয়া হচ্ছে না জানিয়ে আফতাব বলেন, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার একটি সুযোগ আছে, ভালো একটি পজিশনে আছে দল। এখন সে যদি ৭০ ভাগ ফিট থাকতো তাহলে কিন্তু আমরা এই সুযোগটি নিতাম না। যেহেতু আমাদের একটি সুযোগ আছে, সুতরাং আমাদের এখানে ঝুঁকি নেয়ার সুযোগ থাকছে না। সুপার লিগকে সামনে রেখে ১৩ এপ্রিল দলের সঙ্গে অনুশীলন করেন তাসকিন। এ বিষয়ে আফতাবের ভাষ্য, অবশ্যই ওর অ্যাফোর্ট অনেক ভালো ও অনুশীলন করছে দেখছেন আপনারা। শতভাগ অ্যাফোর্ট দিয়ে বোলিং করছে। প্রথম স্পেলে ৫ ওভার বোলিং করেছে, এখন আবার বোলিং করছে। দলের কম্বিনেশনের একটা ব্যাপার আছে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। সর্বশেষ বিপিএলে সিলেট সিক্সার্সের জার্সি গায়ে ম্যাচে অংশগ্রহণ করে তাসকিন। আর ফিরেই, বল হাতে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে মাঠ দাপিয়ে বেড়াচ্ছিলেন তিনি। ১২ ম্যাচে শিকার করেন ২২ উইকেট। মিরপুরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে লং অফে মোসাদ্দেক হোসেনের ক্যাচ নিতে গিয়ে গোড়ালিতে আঘাত পান সিলেট সিক্সার্সের এই পেসার। বিপিএল শেষ হওয়ার আগেই ছিটকে যান গোড়ালির ইনজুরির জন্য। এবার বিশ্বকাপে তাসকিনকে আগের চেয়ে আরো বেশি উজ্জ্বল দেখার আশায় টাইগার সমর্থকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App