×

আন্তর্জাতিক

শঙ্কা বেড়েছে গেরুয়া শিবিরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ১২:১৭ পিএম

শঙ্কা বেড়েছে গেরুয়া শিবিরে
প্রথম দফা ভোটাভুটির পর একদিনেই অনেকখানি বদলে গেছে বিজেপি শিবিরের চিত্র। ভোটের দিনই দিল্লিতে বিজেপির এক নেতা বলেন, যে ৯১টি আসনে ভোট হয়েছে, তাতে আরো চারটি আসন বাড়ছে দলের। ২০১৪ সালে বিজেপি এই ৯১ আসনের মধ্যে জিতেছিল ৩২টিতে। এবার তারা পাচ্ছে ৩৬টি। কিন্তু পরবর্তীতে যে ২০ রাজ্যে ভোট হলো, সেখান থেকে মাঠ পর্যায়ের রিপোর্ট সংগ্রহ করেন তারা। এসব রিপোর্ট পর্যালোচনার ভিত্তিতে এখন আর সে জাতীয় কোনো দাবি করছে না দলটি। বরং গেরুয়া শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে, প্রাথমিক লক্ষণ বিজেপির পক্ষে আদৌ স্বস্তির নয়। খবর আনন্দবাজার। এ ঘটনার ব্যাখ্যা দিয়ে দলের এক সিনিয়র নেতা বলেন, অধিকাংশ রাজ্যে গত লোকসভার থেকে কম ভোট পড়েছে। গত ভোটে জনতার মধ্যে মনমোহন সিংহ সরকারকে সরিয়ে নরেন্দ্র মোদিকে ক্ষমতায় আনার একটি তাগিদ ছিল। মোদি-ঝড় ছিল গোটা দেশে। কিন্তু এবার তেমন কোনো ঝড় কোথাও দেখা যাচ্ছে না। মোদিকে পরাস্ত করতে হবে, এমন ভাবনাও নেই। বরং দেশজুড়ে মোদির পক্ষে জোরালো হাওয়াটা না থাকায় স্থানীয় ইস্যুগুলোই বড় হয়ে উঠেছে। ভোট শুরুর অনেক আগেই বুথ শক্ত করতে আক্রমণাত্মক ছিলেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। আরএসএসও মাঠে নেমে কাজ করেছে। কিন্তু প্রথম দফার ভোটের গতিপ্রকৃতি দেখে বিজেপি শিবিরে অনেকেই এখন অন্যরকম ভাবছেন। কিছু দিন আগে ঠিক এ পরিস্থিতিই তৈরি হয়েছিল মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে। ‘বিজেপি ইনসাইডার’ বলে দলের নির্ভরযোগ্য একটি টুইটার অ্যাকাউন্ট থেকে করা টুইটে বলা হয়, দলের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, গোটা দেশে বিজেপির ১৫০-১৬০ আসনে নেমে আসবে। দলের সব থেকে বেশি লোকসান হবে উত্তরপ্রদেশ, বিহার ও মহারাষ্ট্রে। অন্যদিকে কংগ্রেস ঠিক এই ভবিষ্যদ্বাণীই অনেক দিন ধরে করে আসছে। তাদের মতে, গত লোকসভা ভোটে বিজেপির একার জোরে পাওয়া ২৮২টি আসন থেকে এক ধাক্কায় শখানেক কমে গেলে এনডিএর শরিকদের নিয়েও সরকার গড়তে পারবেন ন মোদি। সরকার গড়ার মতো পরিস্থিতিতে পৌঁছতে পারলেও মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেবে না এনডিএ শরিকরাই। তবে কংগ্রেস মনে করছে, বিজেপির সংখ্যা আরো কমবে। আর সরকার গড়বে বিরোধীরা মিলেমিশেই। প্রথম দফার ভোটে মায়াবতী-অখিলেশদের জোট অনেকটাই বাজি জিতেছে। অতীতে পশ্চিম উত্তরপ্রদেশে মেরুকরণ কাজ করত, এবার সেটিও করছে না। ফলে বিজেপিকেও এখন নতুন করে ভাবতে হচ্ছে, মেরুকরণের উগ্রতা আরো বাড়ানোর প্রয়োজন আছে কিনা? ভোটে হিন্দুদের জয় হোক বলে ধ্বনি তুলছে। পরের দফার নির্বাচনে বুথের ‘মাইক্রো-ম্যানেজমেন্ট’ নিয়েও নতুন কৌশল তৈরি করছেন বিজেপির শীর্ষ নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App