×

আন্তর্জাতিক

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিরদের অনশন ধর্মঘট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ০৮:০৭ পিএম

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিরদের অনশন ধর্মঘট

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কারাগারগুলোতে অমানুষিক নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি বন্দিদের অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট আজ রোববার সপ্তম দিনের মতো অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের জনসংযোগ দফতর এ তথ্য জানিয়েছে।

গত রোববার রাত থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ইসরায়েলের বিভিন্ন কারাগারের চারশ'র বেশি বন্দি এ ধর্মঘটে অংশ নিচ্ছেন। খুব শিগগিরই আরও এক হাজার ফিলিস্তিনি বন্দি অনশন ধর্মঘট শুরু করবেন বলে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে।

ধর্মঘট ফিলিস্তিনি বন্দিদের মধ্যে অনেকেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দিরা বলছেন, ইসরায়েলি কারাগারগুলোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ফিলিস্তিনি বন্দিদের ওপর অকথ্য নির্যাতন ক্রমেই বাড়ছে। পশুদের সঙ্গেও এ ধরনের আচরণ করা উচিত নয়।

ফিলিস্তিনি বন্দিদের একটি সংগঠন বলেছে, ইহুদিবাদী কারা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। মিশর এ বিষয়ে সমঝোতার চেষ্টা করলেও ইসরায়েল বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App