×

তথ্যপ্রযুক্তি

ইনস্টাগ্রামে ত্রুটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ০৪:২৫ পিএম

ইনস্টাগ্রামে ত্রুটি
ফেসবুক ফ্যামিলির অ্যাপগুলোতে ত্রুটির বিষয়টি নতুন নয়। এর আগে ফেসবুকের ডেটা কেলেঙ্কারি, বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপের ত্র্রুটি সমালোচনায় ফেলেছিল প্রতিষ্ঠানটিকে। এবার ফেসবুক ফ্যামিলির অ্যাপ ইনস্টাগ্রামে ত্রুটি খুঁজে পেয়েছেন ব্যবহারকারীরা। এতে ব্যবহারকারীর তথ্য অন্যদের হাতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নতুন ওই ত্রুটির ফলে ইনস্টাগ্রামে কোন স্টোরিজ দিলে সেটি একেবারেই অপরিচিত বা স্ট্রেঞ্জারদের কাছে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এতে ১০০ কোটি ব্যবহারকারীর ওই মাধ্যমটির ৫০ কোটি স্টোরিজ ব্যবহারকারী নিরাপত্তা ও প্রাইভেসি সমস্যায় পড়তে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার টেকক্র্যাঞ্চ রিপোর্ট করছে, তারা এমন কিছু ব্যবহারকারীকে পেয়েছেন যারা এটি ব্যবহার করতে গিয়ে এমন ‘স্ট্রেঞ্জারের’ মুখোমুখি হয়েছেন। বিষয়টি ফেসবুকের অধীন ইনস্টাগ্রামের নজরে আনা হলে প্রতিষ্ঠানটি জানিয়েছে, খুব অল্প পরিমাণ ব্যবহারকারী এখন পর্যন্ত বিষয়টির মুখোমুখি হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App