×

আন্তর্জাতিক

সুদানের প্রতিরক্ষামন্ত্রী ইবনে আউফের পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ১২:০১ পিএম

সুদানের প্রতিরক্ষামন্ত্রী ইবনে আউফের পদত্যাগ
সুদানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আওয়াদ ইবনে আউফ শুক্রবার হঠাৎ করেই পদত্যাগ করেছেন। সুদানের ৩০ বছরের শাসক ওমর আল-বশিরকে সরিয়ে দেয়ার পরই তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে পদত্যাগের ঘোষণা দেন সামরিক কাউন্সিলের প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে আউফ। গত বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে গ্রেপ্তার করা হয়। দেশটির অন্তর্বর্তীকালীন শাসক সামরিক পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার একদিন পর তিনি এ পদত্যাগ করেন। তার পদত্যাগে শুক্রবার শেষ রাতে রাজধানী খারতুমে বিক্ষোভকারীদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। স্লোগান দিয়ে তারা বলছিলেন, আমরা দুদিনে দুই প্রেসিডেন্টকে অপসারণ করেছি। মাসখানেক রক্তক্ষয়ী বিক্ষোভের পর সেনাবাহিনীর হাতে প্রেসিডেন্ট ওমর আল বসির ক্ষমতা হারানোর পর প্রতিবাদকারীরা দ্রুত রাজনৈতিক পরিবর্তন দাবি করছেন। নতুন একটি বেসামরিক সরকারের প্রতিশ্রুতি দিয়ে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে সামরিক পরিষদ। আউফের পদত্যাগের পর সামরিক পরিষদের নতুন দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান আবদেল রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App