×

খেলা

রেইফারের অধীনে উইন্ডিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ০৪:৫৩ পিএম

ক্রিকেটপ্রেমীদের ৪ বছরের অপেক্ষার ইতি টেনে আগামী ৩০ মে থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলসে হবে এই টুর্নামেন্ট। বিশ্বকাপের পর্দা উঠতে আর বাকি মাত্র ৪৭ দিন। অংশগ্রহণের সুযোগ পাওয়া দেশগুলো যখন দল গোছাতে ব্যস্ত, তখন কঠিন এক সিদ্ধান্ত নিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। রিচার্ড পাইবাসকে সরিয়ে ফ্লয়েড রেইফারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে উইন্ডিজ। গতকাল দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেয়া এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ ফ্লয়েড রেইফারের অধীনেই ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশতম আসরে অংশ নেবেন ক্রিস গেইল-আন্দ্রে রাসেলরা। বর্তমানে ৪৬ বছর বয়সী ফ্লয়েড রেইফার খেলেয়াড়ি জীবনে ছিলেন ডানহাতি ব্যাটসম্যান। ১৯৭২ সালের ২৩ জুলাই বার্বাডোজে জন্ম নেন তিনি। ওয়েস্ট জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট ও ৮টি ওয়ানডে খেলেছেন রেইফার। এমনকি ওয়েস্ট জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। ২০০৯ সালে উইন্ডিজ জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা যখন বিদ্রোহ করছিল তখনই বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে এবং পরবর্তীতে সে বছরই অনুষ্ঠিত হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কত্ব করেছিলেন তিনি। অবশ্য এখনো তাকে চ‚ড়ান্তভাবে নিয়োগ দেয়া হয়নি তাকে। আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেই দায়িত্ব পালন করবেন রেইফার। তার অধীনে দলের পারফরমেন্স ভালো হলেই চ‚ড়ান্তভাবে নিয়োগ দেয়া হবে। শুধু কোচের দায়িত্বেই নয়, পরিবর্তন এসেছে নির্বাচক কমিটিতেও। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পুরো নির্বাচক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন কোর্টনি ব্রাউন। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ক্রিকেটার রবার্ট হেইন্সকে। কোচ ও নির্বাচক কমিটির দায়িত্বে পরিবর্তন আনা প্রসঙ্গে উইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিট বলেন, সাম্প্রতিক অবস্থা বিবেচনায় আমাদের মনে হয়েছে নির্বাচক কমিটিটা আরো বেশি উন্মুক্ত ও খেলোয়াড়বান্ধব হওয়া উচিত। যে কারণে আমরা আমাদের নির্বাচন প্রক্রিয়ায় বদল এনেছি। আমি সবাইকে নিশ্চিত করতে চাই যে, অতীতে গোপনে বা প্রকাশ্যে যেসব খেলোয়াড় বঞ্চনার শিকার হয়েছেন তারা সবাই এখন থেকে পারফরমেন্সের ভিত্তিতে জাতীয় দলের বিবেচনায় থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App