×

খেলা

রকিবুল-ফরহাদ শীর্ষে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ০৪:৫৯ পিএম

রকিবুল-ফরহাদ শীর্ষে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) প্রথম পর্বের খেলা শেষে আগামী সোমবার থেকে শুরু হবে শীর্ষ ছয় দল নিয়ে শিরোপার লড়াই ‘সুপার লিগ’ পর্ব। ১৫ এপ্রিল শুরু হয়ে ১৭, ১৯, ২১ ও ২৩ তারিখ হবে সুপার লিগের বাকি চার পর্ব। সুপার সিক্সে টিকে থাকা ছয় দল হলো- লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম পর্বের শেষ ম্যাচ তথা ৬৬তম ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয়ে সুপার লিগ নিশ্চিত হয়েছে মোহামেডানের। তাদের শিরোপা সম্ভাবনা টিকে থাকার পেছনে বড় অবদান ছিল রান নিয়মিত ভিত্তিতে রান করা ৩১ বছর বয়সী রকিবুল হাসানের। যে কারণে লিগের শুরুর দিকে প্রাইম ব্যাংকের এনামুল হক বিজয়, আবাহনী লিমিটেডের জহুরুল ইসলাম কিংবা প্রাইম দোলেশ্বরের সাঈফ হাসান রান তোলার তালিকায় শীর্ষে থাকলেও প্রথম পর্ব শেষে সে স্থানে নিজের নাম তুলে নিয়েছেন রকিবুল। জাতীয় দলের সাবেক এ মিডল অর্ডার ১১ খেলায় ১১ ইনিংসে করেছেন ৫৪৫ রান। যার সর্বোচ্চ ১০২, গড় ৬০.৫৫ এবং তার স্ট্রাইক রেট ৯৫.৪৪। সর্বাধিক পাঁচ ফিফটিও এসেছে রকিবুলের ব্যাট থেকে। এ ছাড়া তার নামের পাশে একটি সেঞ্চুরিও রয়েছে। রান তোলায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন আবাহনীর জহুরুল ইসলাম অমি। জাতীয় দলের সাবেক এ টপ অর্ডার তিন তিনটি ম্যাচ জেতানো ইনিংস উপহারের পাশাপাশি জহুরুল ১০ খেলায় ২ বার অপরাজিত থেকে রান করেছেন ৫৩১, তার সর্বোচ্চ ১৩০। সমান দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করা জহুরুলের গড় ৬৬.৩৭, স্ট্রাইক রেট ৭৬.৯৫। রান তোলায় তৃতীয় প্রাইম ব্যাংকের অধিনায়ক এনামুল হক বিজয়। ১১ খেলায় ১১ ইনিংসে ১ বার নট আউট থেকে তার সংগ্রহ ৫১১, সর্বোচ্চ ১০২, গড় ৫১.১০ ও স্ট্রাইক রেট ৮৩.৩৮। হাফসেঞ্চুরি তিনটি আর শতরান একটি। চতুর্থ স্থানে রয়েছেন আরেক তরুণ ওপেনার প্রাইম দোলেশ্বরের সাঈফ হাসান। ১১ খেলায় দুবার নট আউট থেকে রান করেছেন ৫০৬, তার গড় ৫৬.২২ ও স্ট্রাইক রেট ৭৭.৬০। সমান দুটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি রয়েছে সাইফের। সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ১৩২ রানের। অন্যদিকে গত বিপিএলে রংপুর রাইডার্সের পক্ষে চৌকস নৈপুণ্য দেখানো রাজশাহীর অলরাউন্ডার ফরহাদ রেজা প্রিমিয়ার টি-টোয়েন্টি লিগেরও সেরা পারফরমার হয়েছেন। আর এবার পঞ্চাশ ওভারের প্রিমিয়ার লিগেও প্রাইম দোলেশ^র স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা ফরহাদ রেজার বোলিং যেন আগুনের গোলা। ১১ খেলায় ২৭ উইকেট শিকারি ফরহাদ রেজা উইকেট শিকারে সবার উপরে। ওভারপ্রতি ৪.৭৩ রান দেয়া ফরহাদ রেজার বোলিং গড় ১৬.৫৯। ম্যাচে সেরা বোলিং ৫/৪০। ফরহাদ রেজার পরে প্রথম পর্বে ২০ উইকেটের বেশি পেয়েছেন আরো দুজন বোলার। খেলাঘর সমাজকল্যাণ সমিতির তরুণ পেসার রবিউল হক ২২টি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) তরুণ বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ শিকার ২০ উইকেট করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App