×

জাতীয়

এবার বৈশাখী ঝড়ে চৈত্রসংক্রান্তির আয়োজন পণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ১০:৫১ পিএম

এবার বৈশাখী ঝড়ে চৈত্রসংক্রান্তির আয়োজন পণ্ড

কালবৈশাখী ঝড়ে পণ্ড চৈত্র সংক্রান্তির নানা আয়োজন। ছবি: সংগৃহীত

বাংলা বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তির সব আয়োজন পণ্ড করে দিয়েছে কালবৈশাখী ঝড়। আজ শনিবার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দেখা যায়, পহেলা বৈশাখ উদযাপনে সারাদেশ মেতে উঠলেও বরাবরের মতো কিছুটা চৈত্র সংক্রান্তিতে ব্যতিক্রম আয়োজন করে শিল্পকলা একাডেমি।

কিন্তু চৈত্রের শেষ বিকেলের ঝড় সেই আয়োজনকে পণ্ড করে দিয়েছে। শিল্পকলার মাঠে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বানানো মঞ্চ ঝড়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক মাসুদ সুমন বলেন, একাডেমি প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তির উৎসব ঝড়ের কারণে স্থগিত করা হয়েছে। তবে রোববার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে বর্ষবরণের অনুষ্ঠান সকাল ৮টায় শুরু হবে। আর বিকেলে হবে একডেমি প্রাঙ্গণে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App