×

খেলা

মাঠের বাইরে মোস্তাফিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ০৪:৪৪ পিএম

মাঠের বাইরে মোস্তাফিজ
এবার জমজমাট ওয়ানডে বিশ্বকাপ আসর বসবে ক্রিকেটের জন্মভ‚মি ইংল্যান্ডে। এ জন্য ১৮ এপ্রিল বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ। কিন্তু টাইগার দলের চোট সমস্যা যেন পিছুই ছাড়ছে না। আসন্ন বিশ্বকাপ আসরের আগে একের পর এক চোটের কারণে দীর্ঘ হচ্ছে টাইগারদের ইনজুরির মিছিল। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন আগেই চোটের তালিকায় আছেন। এবার বিশ্বকাপের ভাবনায় থাকা সেরা ৬ জন ক্রিকেটারের চোটের পর পেসার মোস্তাফিজুর রহমানও পেয়েছেন চোট। গত পরশু শাইনপুকুরের অনুশীলনে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন এ বাঁহাতি কাটার মাস্টার। এই চোটের কারণে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে মোস্তাফিজকে। ফলে বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও হয়তো শুরু থেকেই বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে থাকতে পারবেন না তিনি। কিছুদিন আগে নিউজিল্যান্ড সফর থেকে ফিরে বিশ্রামে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেস ডিপার্টমেন্টের বড় নির্ভরতা মোস্তাফিজুর রহমান। এরপর নিজেকে ঝালিয়ে নিতে শাইনপুকুরের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে একটি ম্যাচে খেলেছিলেন। দীর্ঘদিন পর মাঠে নেমে ২৩ রানে তিন উইকেট নিয়ে প্রিমিয়ার লিগে দুর্দান্ত শুরুর জানান দিয়েছেন। কিন্তু খেলতে শুরু করেই আবার ইনজুরিতে ছিটকে গেছেন মাঠের বাইরে। তবে মোস্তাফিজের এক্স-রে প্রতিবেদনে অবশ্য খুব বড় ধরনের সমস্যা ধরা পড়েনি। তাই টিম ম্যানেজমেন্টও রয়েছে স্বস্তিতে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মোস্তাফিজের চোট নিয়ে তেমন চিন্তিত নন। তার ধারণা ৭ থেকে ১০ দিনের মধ্যেই সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে পারবেন মোস্তাফিজ। কাটার মাস্টারের চোটের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, মোস্তাফিজের এক্স-রে করা হয়েছে। এক্স-রেতে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। রিপোর্ট ভালো আছে। আমরা তাকে দুই সপ্তাহের রেস্ট দিয়েছি। এরপর আবার তার অবস্থা রিভিউ করা হবে। দুই সপ্তাহের চেয়েও কম সময়েও সেরে উঠতে পারেন মোস্তাফিজ। অন্য সময় হলে হয়তো আমরা আরও কম সময় নিতাম। কিন্তু সামনে যেহেতু বিশ্বকাপ, আমরা তাই একটু বেশি সময় নেব। মোস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আমরা একটু সাবধানে এগুবো। এর মধ্যে কেবল কয়েকবার ওর পায়ের টেপ পরিবর্তন করে দেয়া হবে। গত ২০১৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে যে চোট বাঁধিয়েছিলেন মোস্তাফিজ, এবারের চোটও একই জায়গায় পেয়েছেন। চোট পাওয়ার পর থেকে হাঁটতে কিংবা স্বাচ্ছন্দ্যে নড়াচড়া করতে পারছেন না মোস্তাফিজ। যদিও আইপিএলের সেই চোটের চেয়ে এবারের চোট কম গুরুতর বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App