×

আন্তর্জাতিক

চাঁদে অবতরণের আগেই ইসরাইলের মহাকাশযান বিধ্বস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ০৯:১০ পিএম

চাঁদে অবতরণের আগেই ইসরাইলের মহাকাশযান বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

চাঁদের মাটি ছোঁয়ার ঠিক আগ মুর্হূতে বিধ্বস্ত হয়েছে ইসরাইলের প্রথম মহাকাশযান বেরেশিট।আর প্রথমবারের মতো নিজস্ব অর্থায়নে চাঁদে অবতরণে ব্যর্থ হওয়ায় ইতিহাস গড়া হলো না দেশটির।

কাতারভিত্তিক বার্তা সংস্থা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার অবতরণের নির্ধারিত সময়ের ২০ মিনিট আগে ইঞ্জিনে আগুন লেগে গতি ধীর হয়ে যায় মহাকাশযানটির।

মানববিহীন যানটি যখন পড়ে যাচ্ছিল কয়েক ডজন স্কিনে সরাসরি সম্প্রচারিত এই দৃশ্য নীরবভাবে প্রত্যক্ষ করছিলেন প্রকৌশলীরা।

শেষ মুহূর্তে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বেরেশিটের। এর কিছুক্ষণ পরেই এ অভিযানকে ব্যর্থ ঘোষণা করা হয়। ইসরাইলের এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজের ওফার ডরন বলেন, ‘আমরা অবশ্যই চাঁদের পৃষ্টে বিদ্ধস্ত হয়েছি।’ গত ফেব্রুয়ারিতে কানাডার কেপ কানাভেরাল থেকে নাসার সহযোগিতায় মানববিহীন এ মহাকাশযান উৎক্ষেপন করে ইসরাইল। সমগ্র অভিযানটি পরিচালনা করা হয় তেল আবিবের ইয়েহুদ থেকে। সাত সপ্তাহ ধরে মহাশূন্য ভ্রমণের পর গত বুধবার চাঁদের কক্ষপথে প্রবেশ করে বেরেশিট। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদে তাদের মহাকাশযান পাঠিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App