×

খেলা

শোয়েবের চোখে ফেভারিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ০৫:০০ পিএম

আগামী ৩০ মে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশতম আসরের। সে হিসেবে বিশ্বকাপের পর্দা উঠতে আর বাকি মাত্র ৪৯ দিন। ক্রিকেটপ্রেমীরা মেতে উঠেছে বিশ্বকাপ উন্মাদনায়। ইতোমধ্যেই বিশ্বকাপ নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। সে আলোচনায় প্রাধান্য পাচ্ছে কাদের হাতে উঠবে দ্বাদশ বিশ্বকাপের শিরোপা সে বিষয়টি। এবার সে আলোচনায় যোগ দিলেন সাবেক পাকিস্তান পেসার শোয়েব আকতার। সাম্প্রতিক পারফরমেন্স বলছে, এবারের বিশ্বকাপের হট ফেভারিট ভারত। অন্যদিকে পাকিস্তানকে ফেভারিটের তালিকাতেই রাখছেন না অনেক ক্রিকেটবোদ্ধা। কিন্তু শোয়েব বলছেন ভিন্ন কথা। গতকাল শোয়েব আকতার তার ভক্তদের সঙ্গে টুইটারে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। সেখানেই শোয়েবের ভক্তরা বিশ্বকাপে তার দৃষ্টিতে ফেভারিট দল কোনটি সেটা জানতে চান। উত্তরে শোয়েব বলেন, ৩টি দল তার দৃষ্টিতে দ্বাদশ বিশ্বকাপে ফেভারিট। দলগুলো হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান। কয়েকসপ্তাহ আগেই হোম সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এরপরও মিকি আর্থারের শিষ্যদের ফেভারিটের তালিকায় রাখার কারণ প্রসঙ্গে শোয়েব জানান, বিশ্বকাপ হবে ইংল্যান্ড ও ওয়েলশে। ঐতিহ্যগতভাবেই ইংলিশ কন্ডিশনে পাকিস্তান ফেভারিট। উল্লেখ্য, পাকিস্তান এখন পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে একবার। তাও ১৯৯২ সালে। ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তারা। তবে সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনুসদের। সে দলের সদস্য ছিলেন শোয়েব আকতার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App