×

ভারত

ভারতের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল গুলোর মধ্য সংঘর্ষ : নিহত ২

Icon

কাগজ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ০৩:২৯ পিএম

ভারতের বিভিন্ন স্থানে রাজনৈতিক দল গুলোর মধ্য সংঘর্ষ : নিহত ২
আজ বৃহস্পতিবার সকাল থেকে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে । এরইমধ্যে ভোটকেন্দ্রে ইভিএমে কারচুপিসহ নানা অভিযোগে রাজনৈতিক দল গুলোর মধ্যে সংঘর্ষে ২জন নিহত হওয়ার খর পাওয়া গেছে। ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে ভয়াবহ নির্বাচনী সহিংসতায় দুই জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার রাজ্যের অনন্তপুর জেলার তাদিপত্রি আসনের বীরাপুরাম গ্রামে দুটি রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া বলছে, অন্ধ্রপ্রদেশের দুটি আঞ্চলিক রাজনৈতিক দল তেলেগু দেশম পার্টি ও ওয়াইএসআর কংগ্রেস পার্টির কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এতে বীরাপুরাম গ্রামে অন্তত দু'জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও দেশটির বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নামে খাবার, টাকা বিতরণ, সংঘর্ষ, বিরোধীদের বিক্ষোভ ও ইভিএম বিকল হওয়ার পর আছড়ে ভেঙে ফেলা-সহ নানামুখী অভিযোগ উঠেছে। এছাড়া পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কার্যালয় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার জের ধরে এই দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। অপরদিকে কোচবিহারের দিনহাটা জেলায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূল কর্মীদের হামলায় এক বিজেপি সমর্থকের মাথা ফেটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিজেপি সমর্থকদের পাল্টা হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনা জানার পর প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এদিকে কোচবিহারে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ করেছেন, নিয়ম না মেনে বুথের মধ্যে ঢুকে পড়ছে বিএসএফ জওয়ানরা। পাশাপাশি ইভিএমে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি। এসময় তিনি নির্বাচন কমিশনে এ ব্যাপারে জানালেও অভিযোগ না নেয়ার কথা জানান। অপরদিকে মহারাষ্ট্রের গড়চিরৌলিতে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ভোট বানচালের চেষ্টা চালিয়েছে মাওবাদীরা। গড়চিরৌলি জেলার এটাপল্লিতে একটি ভোটকেন্দ্রের সামনে এই হামলা চালানো হয়। তবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ছত্তীশগড়ের বস্তারেও বৃহস্পতিবার সকালে ভোট বানচালের চেষ্টা চালিয়েছে মাওবাদীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সেনারা। দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। নারায়ণপুরের ফরাসগাঁওতে আইটিবিপি জওয়ানদের একটি কনভয় ভোটকেন্দ্রের দিকে যাওয়ার সময় হামলা চালায় মাওবাদীরা। পাল্টা গুলি চালায় সেনা সদস্যরাও। ভারতে সংসদের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের মধ্যে প্রথম দফায় বৃহস্পতিবার ৯১টিতে ভোটগ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App